Mithali RajvsRamesh Powar: ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনালের আগে অন্ধকারে ছিলেন মিতালি! Vinod Rai-এর বইতে বিস্ফোরণ
২০১৮ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলে রাখা হয়নি মিতালিকে। তিনি যে প্রথম একাদশে থাকবেন না, সেই খবর নাকি তাঁকে আগে থেকে জানানো হয়নি।
নিজস্ব প্রতিবেদন: শুধু বিরাট কোহলি বনাম অনিল কুম্বলে ((Virat Kohli vs Anil Kumble) বিতর্ক নয়, বিসিসিআই-এর (BCCI) কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরদের (সিওএ) প্রাক্তন প্রধান বিনোদ রাইয়ের (Vinod Rai) বই আরও একটি ইস্যু নিয়ে আলোচনায় রয়েছে। তাঁর ‘নট জাস্ট আ নাইটওয়াচম্যান’ বইটির জন্য। এই বইতে মিতালি রাজ ও রমেশ পাওয়ারের (Mithali RajvsRamesh Powar) ঝামেলাও এই বইয়ের অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে।
২০১৮ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলে রাখা হয়নি মিতালিকে (Mithali Raj)। তিনি যে প্রথম একাদশে থাকবেন না, সেই খবর নাকি তাঁকে আগে থেকে জানানো হয়নি। ফলে অসম্মানিত বোধ করেন ভারতের এক দিনের দলের অধিনায়ক। সেই মহিলা দলের হেড কোচ রমেশ পাওয়ার (Ramesh Powar)। তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিসিসিআই-এর কাছে এই ঘটনায় নিজের লিখিত বক্তব্য জানান মিতালি। বিনোদ রাই তাঁর বইতে সেই ঘটনার কথা উল্লেখ করেছেন।
বিনোদ লিখেছেন, 'ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ চলাকালীন এই ঘটনা নিয়ে বিতর্ক হয়। দুই বোর্ড কর্তা রাহুল জোহরি ও সাবা করিম আলাদা আলাদা করে মিতালি ও রমেশের সঙ্গে কথা বলেন। দু’জনকে লিখিত আকারে তাঁদের বক্তব্য জমা দিতে বলা হয়। মিতালি তাঁর বক্তব্যে জানান, কী ভাবে তাঁর সঙ্গে কোচ খারাপ ব্যবহার করেন। তাঁকে দলে না রাখার থেকেও যে ভাবে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় তাতে তিনি বেশি কষ্ট পান বলে জানান মিতালি।'
অন্য দিকে রমেশের বক্তব্যও তুলে ধরেছেন তিনি। ফের লিখেছেন, 'মিতালিকে সামলাতে সমস্যা হচ্ছিল রমেশের। প্রতিযোগিতায় খারাপ খেলার জন্যই তাঁকে দলের বাইরে রাখা হয়। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিলেন রমেশ।'
তবে কোচের বিরুদ্ধে অভিযোগ থাকলেও অধিনায়ক হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না মিতালির। বিনোদের দাবি, হরমনও চেয়েছিলেন সমস্যা মিটিয়ে নিতে। তাই দিল্লিতে দু’জনের মধ্যে কথা হয়। সেখানে উপস্তিত ছিলেন বিনোদ। বিনোদ আরও লিখেছেন, 'মিতালিকে দলে না রাখার সিদ্ধান্ত তাঁর সঙ্গে কথা বলে নেওয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কখন মিতালিকে জানানো হয় সেটা তিনি জানতেন না।'
অন্য দিকে মিতালি জানান, ম্যাচের কয়েক ঘণ্টা আগেও তিনি জানতেন না যে দলের বাইরে থাকবেন। টসের আগে তাঁকে কোচ এসে সেই খবর দেন। তিনি বেশি কষ্ট পান। তিন ঘণ্টার সেই বৈঠকে মিতালি ও হরমনপ্রীতের মধ্যে সব সমস্যা মিটে যায় বলে জানিয়েছেন বিনোদ।
আরও পড়ুন: Virat Kohli vs Anil Kumble: কেন হেড কোচ Kumble-কে অপছন্দ করতেন Virat? কারণ জানলে চমকে উঠবেন!