মেয়েদের আইপিএলের দাবিতে সরব ভারত অধিনায়ক মিথালি রাজ

Updated By: Jul 24, 2017, 10:27 PM IST
মেয়েদের আইপিএলের দাবিতে সরব ভারত অধিনায়ক মিথালি রাজ

ব্যুরো: এবার মেয়েদের আইপিএলের দাবিতে সরব হলেন ভারত অধিনায়ক মিথালিরাজ। অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হলেও দলের ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ মিথালি। তার দাবি আইপিএলের মতন টুর্নামেন্ট হলে আরও শক্তিশালী হবে ভারতের মহিলা ক্রিকেট। আরও পড়ুন- বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স, পঞ্জাব পুলিসে চাকরির জন্য হরমনপ্রীতকে প্রস্তাব মুখ্যমন্ত্রী অমরিন্দার সিংয়ের

ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতে বিগ ব্যাসে খেলেছেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউর। এই দুই ক্রিকেটারই এবারের বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং করেছেন। হরমনপ্রীতদের উদাহরণ তুলে ধরে মিথালির দাবি আরও মেয়েরা যদি এধরনের টুর্নামেন্টে খেলতে পারে তাহলে তাদেরও খেলার ধার বাড়বে। তাই মেয়েদের আইপিএলের প্রয়োজন আছে। মিথালি মনে করেন এবারের ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই প্রতিভাধর। তাই এই ছন্দটা ধরে রাখতে ও মেয়েদের ক্রিকেটে উন্নতির লক্ষ্যে বিসিসিআই-এর মেয়েদের আইপিএল নিয়ে উদ্যোগী হওয়া উচিত। আরও পড়ুন- আইসিসির ২০১৭ মহিলা বিশ্বকাপ দলে স্থান তিন ভারতীয়র, অধিনায়ক মিথালিই

.