লিগের শীর্ষে মিনার্ভা, চাপ বাড়ল ইস্টবেঙ্গলের
২০১৭-১৮ মরসুমে আই লিগে শেষ লগ্নে এসে সাপলুডোর ওঠা-নামায় জমে উঠেছে লিগের লড়াই। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টান টান উত্তেজনায় বার বার খাতা-পেন নিয়ে হিসেব কষতে হচ্ছে মিনার্ভা পঞ্জাব, নেরোকা আর ইস্টবেঙ্গলকে। সোমবার ঘরের মাঠে আইজল এফসিকে হারিয়ে ফের লিগ শীর্ষে মিনার্ভা পঞ্জাব এফসি।
ওয়েব ডেস্ক: ২০১৭-১৮ মরসুমে আই লিগে শেষ লগ্নে এসে সাপলুডোর ওঠা-নামায় জমে উঠেছে লিগের লড়াই। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টান টান উত্তেজনায় বার বার খাতা-পেন নিয়ে হিসেব কষতে হচ্ছে মিনার্ভা পঞ্জাব, নেরোকা আর ইস্টবেঙ্গলকে। সোমবার ঘরের মাঠে আইজল এফসিকে হারিয়ে ফের লিগ শীর্ষে মিনার্ভা পঞ্জাব এফসি।
Strikes from Sangwan and Armand in the second half help @Minerva_AFC register a comfortable win over @AizawlFC.#HeroILeague #MPFCvAFC pic.twitter.com/47hOWgEmYz
— Hero I-League (@ILeagueOfficial) February 26, 2018
পঞ্চকুলায় মিনার্ভা বনাম আইজল ম্যাচে প্রথমার্ধের খেলা গোলশূন্য ফলাফলে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আকাশ সাঙ্গওয়ানের গোলে এগিয়ে যায় মিনার্ভা। আর ম্যাচের ইনজুরি টাইমে ইস্টবেঙ্গলের বাতিল বাজোর গোলে স্কোরলাইন ২-০ হয়। ম্যাচ জিতে ফের লিগ টেবিলের শীর্ষে চলে এল রঞ্জিত বাজাজের দল।
১৬ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে আই লিগে এখন ১ নম্বরে মিনার্ভা পঞ্জাব। ১৭ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেরোকা এফসি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-ওয়েঙ্গারকে হারিয়ে প্রথম ট্রফি পেলেন গুয়ার্দিয়ালা
শনিবার চেন্নাই সিটি এফসি'কে ৭-১ গোলে হারিয়ে মিনার্ভাকে টপকে দু'নম্বরে উঠে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু এদিন জিতে আবার সবাইকে টপকে লিগের মগডালে চলে গেল মিনার্ভা। মিনার্ভা আইজলকে হারানোর পর, স্বাভাবিকভাবেই হতাশা বেড়েছে লাল-হলুদ শিবিরে।
আরও পড়ুন- রিয়ালের বিরুদ্ধে নেই নেইমার?
কলকাতায় বসে এদিন পঞ্চকুলায় ম্যাচের দিকে টিভির পর্দায় চোখ রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল। এখন লিগের বাকি দু'টি ম্যাচ জেতা ছাড়া কোনও উপায় নেই ইস্টবেঙ্গলের। শুধু জিতলেই হবে না, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে যে মিনার্ভা ম্যাচের ফলাফলের দিকেও।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়