মেসির বাঁ পায়ে ছেলের ট্যাটু

মেসির সেরা অস্ত্র হল তাঁর বাঁ পা। সেই বাঁ পায়ে তাঁর সদ্যজাতক ছেলে থিয়াগোর নাম ট্যাটু করালেন বর্ষসেরা এই ফুটবলার। বার্সেলোনা হোক কিংবা আর্জেন্টিনা। যেখানেই তিনি থাকুক, পরিবারকে ভীষণ মিস করেন লিওনেল মেসি। তাই পরিবারের সদস্যদের ছবি ট্যাটুর মাধ্যমে গায়ে এঁকে ঘুরে বেড়ান ফুটবলের জাদুকর। মায়ের মুখের ট্যাটু ইতিমধ্যেই কাঁধে  রয়েছে তাঁর। এবার ছেলের নাম ট্যাটু করালেন মেসি তাঁর প্রিয় অঙ্গটিতে।

Updated By: Mar 21, 2013, 07:56 PM IST

মেসির সেরা অস্ত্র হল তাঁর বাঁ পা। সেই বাঁ পায়ে তাঁর সদ্যজাতক ছেলে থিয়াগোর নাম ট্যাটু করালেন বর্ষসেরা এই ফুটবলার। বার্সেলোনা হোক কিংবা আর্জেন্টিনা। যেখানেই তিনি থাকুক, পরিবারকে ভীষণ মিস করেন লিওনেল মেসি। তাই পরিবারের সদস্যদের ছবি ট্যাটুর মাধ্যমে গায়ে এঁকে ঘুরে বেড়ান ফুটবলের জাদুকর। মায়ের মুখের ট্যাটু ইতিমধ্যেই কাঁধে  রয়েছে তাঁর। এবার ছেলের নাম ট্যাটু করালেন মেসি তাঁর প্রিয় অঙ্গটিতে।
এদিকে চিনের ফুটবল অ্যাম্বাসাডার হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। সেই মর্মে চার দিনের সফরে বুধবার চিন পৌঁছলেন বিশ্বের ধনিতম ফুটবলার। বেকহ্যামের সফরকে ঘিরে সেদেশে উত্তেজনা ছিল তুঙ্গে। চিনে পা রাখা মাত্রই বেকহ্যামকে বরণ করতে হাজির ছিলেন তাঁর হাজার-হাজার ভক্তরা। কাজের ফাঁকে স্কুল ছাত্রদের সঙ্গে ফুটবল খেলতে মাঠেও নেমে পড়েন বেকহ্যাম।

.