সচিনের জন্যই দেশের অধিনায়ক হতে পেরেছি: ধোনি

এই মুহূর্তে ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরিসংখ্যানেও অন্যদের থেকে এগিয়ে। কিন্তু এর পিছনে যাঁর অবদান আছে তিনি হলেন সচিন তেন্ডুলকর। কারণসচিন তেন্ডুলকরের জন্যই  ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন। এমনটাই দাবি মহেন্দ্র সিং ধোনির। তিনি বলেন সচিনই অধিনায়ক হিসাবে তাঁর নাম প্রস্তাব করেছিলেন। ধোনি মনে করেন সচিন হয়ত বুঝেছিলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর আছে।

Updated By: Mar 21, 2013, 07:34 PM IST

এই মুহূর্তে ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পরিসংখ্যানেও অন্যদের থেকে এগিয়ে। কিন্তু এর পিছনে যাঁর অবদান আছে তিনি হলেন সচিন তেন্ডুলকর। কারণসচিন তেন্ডুলকরের জন্যই  ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন। এমনটাই দাবি মহেন্দ্র সিং ধোনির। তিনি বলেন সচিনই অধিনায়ক হিসাবে তাঁর নাম প্রস্তাব করেছিলেন। ধোনি মনে করেন সচিন হয়ত বুঝেছিলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর আছে।
তবে তিনি যদি অধিনায়ক নাও হতেন তাহলেও গর্ব বোধ করতেন। কারণ সচিনের মতন ক্রিকেটার তাঁর নাম প্রস্তাব করেছিলেন বলে। মাহি বলেন, বরাবরই তাঁর আদর্শ ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ধোনি স্মৃতিচারণা করতে গিয়ে বলেন ২০০১ সালে পুণেতে সচিনের সঙ্গে তাঁর সরাসরি সাক্ষাত হয়েছিল। আর প্রথম কথা বলেছিলেন ২০০৪ সালে ঢাকাতে। ভারত অধিনায়ক হলেও আজও ধোনি মাঠে কথা বলার সময় যথেষ্ট সমীহ করেন সচিনকে। তবে মাহি বলেন তাঁর আদর্শ ক্রিকেটার হলেও মাঠে স্ট্র্যাটেজি ঠিক করার সময় বহুবার সচিনের সঙ্গে তাঁর মতের মিল হয়নি।

Tags:
.