রোনাল্ডোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রাউলের রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয় ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা রাউলের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি। মেসি এখন রাউলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বাধিক গোলদাতা। ২৫ নভেম্বর সাইপ্রাসের ক্লাব এপিওইএল-এর বিরুদ্ধে জোড়া গোল করেই রাউলের রেকর্ড ভেঙে দেবেন মেসি। মেসি না রোনাল্ডো কে আগে বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতায় রাউলের রেকর্ড ভাঙবে সেটা নিয়ে তর্কের ঝড় উঠেছে ক দিন ধরেই। রাউলের রেকর্ড ভাঙতে রোনাল্ডোর লাগবে দুটো গোল। প্রতিযোগিতায় রিয়ালের পরের ম্যাচ বাসিলের বিরুদ্ধে ২৬ নভেম্বর।

Updated By: Nov 6, 2014, 12:27 PM IST
রোনাল্ডোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রাউলের রেকর্ড ছুঁলেন মেসি

ওয়েব ডেস্ক: ইউরোপিয় ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা রাউলের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি। মেসি এখন রাউলের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বাধিক গোলদাতা। ২৫ নভেম্বর সাইপ্রাসের ক্লাব এপিওইএল-এর বিরুদ্ধে জোড়া গোল করেই রাউলের রেকর্ড ভেঙে দেবেন মেসি। মেসি না রোনাল্ডো কে আগে বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতায় রাউলের রেকর্ড ভাঙবে সেটা নিয়ে তর্কের ঝড় উঠেছে ক দিন ধরেই। রাউলের রেকর্ড ভাঙতে রোনাল্ডোর লাগবে দুটো গোল। প্রতিযোগিতায় রিয়ালের পরের ম্যাচ বাসিলের বিরুদ্ধে ২৬ নভেম্বর।

বুধবার রাতে আজাক্স আমস্টারডামের বিরুদ্ধে ম্যাচে গোল করে রাউল ৭১টি গোলের রেকর্ড ছুঁলেন। প্রতিযোগিতায় রোনাল্ডোর ৭০টি গোলের রেকর্ড ভেঙে দিলেন মেসি। রাউল যেখানে ৭০টি গোল করতে ১৪৪টি ম্যাচ নিয়েছিলেন, সেখানে মেসি একই সংখ্যাক গোল করলেন মাত্র ৯০টি ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো ৭০টি গোল করেছেন ১০৭ ম্যাচে।

ম্যাচের শেষ ১৮ মিনিটে দশ জনে খেলেও মেসির জোড়া গোলে এদিন বার্সেলোনা ২-০ গোলে হারাল আজাক্সকে।  

Tags:
.