মেগা ডার্বির আগে এ যেন অচেনা মেহতাব হোসেন!

মেগা ডার্বির আগে এ যেন অচেনা মেহতাব হোসেন। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে মেহতাবের গলায় নেই কোনও হুঙ্কার। দশ বছরেরও বেশি সময় ধরে দুই প্রধানের হয়ে বড় ম্যাচ খেলা মেহতাব এখনও অনেক অভিজ্ঞ। অনেক শান্ত। ইস্টবেঙ্গলের এই মিডফিল্ডার কিছুটা মাইন্ড গেম খেলে বড় ম্যাচে সবুজমেরুনকে এগিয়ে রাখছেন। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন শেহনাজ সিং। পুরো ফিট নন খাবরাও। বাগানের আক্রমণের ঝড় সামলাতে মাঝমাঠে ইস্টবেঙ্গলের বড় ভরসা মেহতাব।

Updated By: Jan 22, 2016, 07:02 PM IST
মেগা ডার্বির আগে এ যেন অচেনা মেহতাব হোসেন!

ওয়েব ডেস্ক: মেগা ডার্বির আগে এ যেন অচেনা মেহতাব হোসেন। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে মেহতাবের গলায় নেই কোনও হুঙ্কার। দশ বছরেরও বেশি সময় ধরে দুই প্রধানের হয়ে বড় ম্যাচ খেলা মেহতাব এখনও অনেক অভিজ্ঞ। অনেক শান্ত। ইস্টবেঙ্গলের এই মিডফিল্ডার কিছুটা মাইন্ড গেম খেলে বড় ম্যাচে সবুজমেরুনকে এগিয়ে রাখছেন। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন শেহনাজ সিং। পুরো ফিট নন খাবরাও। বাগানের আক্রমণের ঝড় সামলাতে মাঝমাঠে ইস্টবেঙ্গলের বড় ভরসা মেহতাব।

বড় ম্যাচে খেলা হচ্ছে না বার্নার্ড মেন্ডির।বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভারতে খেলতে আসার ভিসা হাতে পাননি ফরাসি এই ফুটবলার। যার ফলে মেন্ডির  মেগা ডার্বিতে খেলার কোনও সম্ভাবনাই নেই। মেন্ডিকে বড় ম্যাচের আগে কলকাতায় নিয়ে আসার মরিয়া চেষ্টা করেছিলেন লালহলুদ কর্তারা। তবে সেই চেষ্টা সফল হল না। অবস্থা যা তাতে পরের সপ্তাহের শুরুতে কলকাতায় আসতে পারেন মেন্ডি।

 

.