মোরিনহো জমানায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম ট্রফি, ম্যাচের নায়ক 'বুড়ো' ইব্রা
ব্যুরো: মোরিনহো জমানায় প্রথম ট্রফি জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রুদ্ধশ্বাস ফাইনালে তিন-দুই গোলে সাউথাম্পটনকে হারিয়ে লিগ কাপ জিতে নিল রেড ডেভিল-রা। পঁয়ত্রিশ বছর বয়সে মেগা ফাইনালে ম্যাজিক দেখালেন সুইডিশ সুপারস্টার ইব্রাহিমোভিচ। জোড়া গোল করে ম্যান ইউয়ের জয়ের নায়ক ইব্রাই।
সাতাশি মিনিটে ইব্রাহিমোভিচের গোলেই জয় নিশ্চিত করে মোরিনহো ব্রিগেড। লিগ কাপের ফাইনালে শুরুটা দুরন্ত করেছিল ম্যান ইউ। প্রথমে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে ম্যাঞ্চেস্টারকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। তারপর জেসে লিঙ্গার্ডের গোলে ব্যবধান দ্বিগুন করে মোরিনহোর দল। সেই সময় মনে হচ্ছিল হাসতে হাসতে জিতে যাবে ম্যান ইউ। সেইসময়ই ম্যাচে ফিরে আসে সাউথাম্পটন। দুই অর্ধে দুটো গোল করে ম্যাচ জমিয়ে দেয় তারা। নাটকীয় ম্যাচে শেষপর্যন্ত যবনিকা টানেন সেই ইব্রাহিমোভিচই। হেডে দুরন্ত গোল করে ম্যান ইউয়ের ট্রফি নিশ্চিত করেন সুইডিশ তারকা। পঁয়ত্রিশ বছর বয়সেও চলতি মরসুমে ছাব্বিশ গোল করা হয়ে গেল তাঁর। মোরিনহো তার ভরসা রেখে যে ভুল করেননি,তা প্রতিদিনই বোঝাচ্ছেন ইব্রা। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেক মরসুমেই ট্রফি জিতলেন মোরিনহো। যা কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসনেরও ছিল না।