Cyclone Yaas: ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় 'আমরা আপনার পাহারাদার', টুইট করলেন Manoj Tiwary

বুধবার মনোজ টুইটারে জেলা ভিত্তিক ইয়াস কন্ট্রোল রুমের নম্বর শেয়ার করেন।

Updated By: May 26, 2021, 06:27 PM IST
Cyclone Yaas: ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় 'আমরা আপনার পাহারাদার', টুইট করলেন Manoj Tiwary

নিজস্ব প্রতিনিধি: সাইক্লোন ইয়াসের (Cyclone Yaas) মোকাবিলায় বুক চিতিয়ে লড়ছেন বাংলার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর থেকে বিপুল ভোটে জয়ী মনোজ। তিনি ইতিমধ্যেই নিখরচায় কমিউনিটি কিচেন শুরু করে দিয়েছেন। 

বুধবার মনোজ টুইটারে জেলা ভিত্তিক ইয়াস কন্ট্রোল রুমের নম্বর শেয়ার করার পাশাপাশি জানিয়ে দেন যে, রাজ্য সরকার এই দুর্যোগে রাজ্যবাসীকে আগলে রাখবে। মনোজ লেখেন, "আমরা আপনার পাহারাদার। #Yaas-এর তাণ্ডবলীলা শুরু হয়ে গেছে। আপনারা সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। সব বিপদে রাজ্য সরকার এভাবেই আগলে রাখবে আপনাদের। আমরা আপনাদের রক্ষাকবচ।"

আরও পড়ুন: Cyclone Yaas মোকাবিলায় ক্লাউড কিচেন শুরু করলেন Manoj, সোশ্যালে নিজের ফোন নম্বর দিলেন Dinda

তৃণমূল কংগ্রেসের জার্সি গায়ে চাপিয়ে এবার ৩২ হাজার ৩৩৯ ভোটে জেতেন বাংলার প্রাক্তন অধিনায়ক। তিনি হারান হাওড়ার প্রাক্তন মেয়র ও তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রথীন্দ্রনাথ চক্রবর্তীকে। ক্রিকেটের ময়দানে সাফল্য পাওয়ার পর রাজনীতির আঙিনাতও মনোজ চার-ছয় হাঁকাচ্ছেন। 

.