সরাসরি জয়ের পথে বাংলা, মনোজ ১৯১
রঞ্জি ট্রফিতে সরাসরি জয়ের পথে বাংলা। সোমবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে যা ঘটল তাতে পাঁচ পয়েন্ট পাওয়াটা এখন সময়ের অপেক্ষা। অবশ্য বাংলা শিবির জুড়ে বোনাস পয়েন্টের স্বপ্ন। আর স্বপ্ন দেখবেই নাই বা কেন? আজ যা ঘটল সেটা তো বাংলা ক্রিকেটের অন্যতম সেরা দিন।
রঞ্জি ট্রফিতে সরাসরি জয়ের পথে বাংলা। সোমবার গুজরাতের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে যা ঘটল তাতে পাঁচ পয়েন্ট পাওয়াটা এখন সময়ের অপেক্ষা। অবশ্য বাংলা শিবির জুড়ে বোনাস পয়েন্টের স্বপ্ন। আর স্বপ্ন দেখবেই নাই বা কেন? আজ যা ঘটল সেটা তো বাংলা ক্রিকেটের অন্যতম সেরা দিন। প্রথম ইনিংসে ৫২৬ রানে ডিক্লেয়ারের পর শেষবেলায় গুজরাতের চার উইকেট তুলে নিয়ে বাংলা এখন সপ্তম স্বর্গে। গুজরাতের দ্বিতীয় ইনিংসে শুরুতেই রান আউট ওপেনরা পাঞ্চল। তারপর দিন্দা, সৌরভ সরকাররা উইকেট তুলে নিলেন। এমনকি মনোজ তিওয়ারিও হাত ঘুরিয়ে তুলে নিলেন পার্থিব প্যাটেলের উইকেট। এর আগে অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হল মনোজ তিওয়ারির। দ্বিশতরান থেকে ৯ রান দূরে মনোজ আউট হলেন দুদহাতের নিরীহ বলে। তবে মনোজের আফশোস লক্ষ্মীরতন শুক্লা পূরণ করলেন দুরন্ত শতরান করে। মনোজ, লক্ষ্মীর দাপটে ইডেনে রানের পাহাড় গড়ে বাংলা।