Manika Batra: বিমানেই দেশের নক্ষত্রের সঙ্গে...! 'স্যর দয়া করুন', আকুতি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে
Manika Batra Writes To Indian Aviation Minister Over Missing Baggage: সর্বস্ব খুইয়ে মনিকা বাত্রা দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রীর। নেদারল্যান্ডস থেকে দেশে ফেরার পথে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের নক্ষত্র টেবল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা (Manika Batra)। বিশ্বের ৩৫ নম্বর তারকা পেরুতে ডব্লিউটিটি কনটেন্ডার লিমা (WTT Contender Lima 2023) খেলতে গিয়েছিলেন। কিন্তু রাউন্ড অফ থার্টিটুর ম্যাচে, জাপানি তারকা মিয়ু হিরানোর কাছে হেরে যান মনিকা। বিশ্বের ১৪ নম্বর ১-৩, ১১-৭, ১০-১২, ৬-১১, ৯-১১ ব্যবধানে ম্য়াচ জেতেন। টুর্নামেন্ট থেকে খালি হাতে, দেশে ফেরার যন্ত্রণা তো ছিলই। এর সঙ্গেই তাঁকে অনভিপ্রেত ঘটনারও সাক্ষী থাকতে হল। মনিকা আমস্টারডাম থেকে দিল্লিতে আসছিলেন। তিনি কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের (KLM Royal Dutch Airlines) বিমান পরিষেবা নিয়েছিলেন। মনিকা বিজনেস ক্লাসে সফর করছিলেন। তাঁর লাগেজ ছিল 'প্রায়োরিটি ট্যাগড ব্যাগেজ'! কিন্তু দেশে ফিরে মনিকা দেখেন যে, তাঁর লাগেজ হারিয়ে গিয়েছে! খেলার সরঞ্জাম হারিয়ে দিশাহীন হয়ে পড়েন মনিকা। তিনি বাধ্য হয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডের (Jyotiraditya Scindia) সাহায্য প্রার্থনা করেন।
আরও পড়ুন: WATCH | Rohit Sharma: 'কারোর নাম বলব না, বললেই বিরাট বিতর্ক হবে'! মহাযুদ্ধের আগে বিস্ফোরক অধিনায়ক
মনিকা নিজের বিমান টিকিটের ছবি শেয়ার করে, ট্যুইটারে লেখেন, 'কেএলএম আমাকে যেভাবে হতাশ করেছে, তা অবিশ্বাস্য। আমার বিজনেস ক্লাস ফ্লাইটে প্রায়োরিটি ট্যাগড ব্যাগেজ হারিয়েছে! এরমধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্পোর্টস কিটস। যা আসন্ন টুর্নামেন্টের জন্য কাজে লাগবে। বিমানবন্দরের কর্মীরা কোনও উত্তরও দিতে পারেননি। আমার সমস্যার সমাধানও করতে পারেননি। ওদের কোনও ধারনাই নেই যে, আমার লাগেজ কোথায়। জ্যোতিরাদিত্য শিন্ডে স্যর দয়া করে সাহায্য করুন আমাকে।' আসন্ন এশিয়ান গেমসে দেশকে পদক এনে দেওয়ার অন্যতম সেরা দাবিদার মনিকা। বিশেষতে মিক্সড ডাবলসে। তিনি জুটি বাঁধবেন জি সাথিয়ার সঙ্গে। ভারতীয় জুটি মিক্সড ডাবলসে আইটিটিএফ ক্রমতালিকায় সাত নম্বরে। এখন দেখা যাক মনিকা তাঁর হারানো লাগেজ খুঁজে পান কিনা! যদিও মনিকা কোনও সদুত্তর পাননি।
আরও পড়ুন: WATCH: ছবি তোলা থেকে ঠিকানা দেওয়া, ভিডিয়োতে আছে অনেক কিছু... ফের চর্চায় বিরাট-তামান্না!