ডার্বি জিতল ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে জয় পেল ম্যানচেস্টার সিটি। রবিবার ইদিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি ২-০ গোল হারাল চেলসিকে। দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ ছিল রবার্তো মানচিনির ছেলেদের দখলে। ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন ইয়াইয়া টোরে।

Updated By: Feb 24, 2013, 10:50 PM IST

ম্যান সিটি (২) চেলসি (০)
ইংলিশ প্রিমিয়ার লিগে ডার্বি ম্যাচে জয় পেল ম্যানচেস্টার সিটি। রবিবার ইদিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি ২-০ গোল হারাল চেলসিকে। দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ ছিল রবার্তো মানচিনির ছেলেদের দখলে। ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন ইয়াইয়া টোরে।
ম্যাচ শেষের মিনিট সাতেক আগে ব্যবধান বাড়ান কার্লোস তেভেজ। লিগ তালিকায় দু নম্বর থাকা ২৭ ম্যাচ খেলে ম্যান সিটির পয়েন্ট দাঁড়াল ৫৬। সমসংখ্যাক ম্যাচে শীর্ষে থাকা ম্যানচেস্টারের পয়েন্ট ৬৮। তিন নম্বরে চেলসি (৫৬ পয়েন্ট)।

.