Mohammedan: 'সমর্থকরা এক টাকা করে দিলেও হয়'! মহামেডানকে আইএসএল খেলার পেপ-টক মমতার
Mamata Banerjee Suggests Crowdfunding For Mohammedan Sporting Club To Play ISL: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভাবে চাইছেন আইএসএল খেলুক মহামেডান। বুধ দুপুরে ক্লাবে গিয়ে তাতিয়ে দিয়ে এলেন বাংলার দিদি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা ফুটবলের তিন প্রধান-ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান। ইস্ট-মোহন ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023) খেললেও, এখনও পর্যন্ত দেশের এক নম্বর লিগে অভিষেক হয়নি সাদা-কালো বাহিনীর। বাংলার প্রতিটি ফুটবলপ্রেমীর মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণ ভাবে চান মহামেডানও খেলুক আইএসএল। বুধবার বিকেলে মহামেডানের নবনির্মিত তাঁবুর উদ্বোধনে গিয়ে মমতা কার্যত মহামেডানকে আইএসএল খেলার জন্য তাতিয়ে দিয়ে এলেন। এখানেই শেষ নয়, ব্ল্যাক প্যান্থার্সদের আইএসএল খেলার রাস্তাও বাতলে দিলেন বাংলার দিদি।
আরও পড়ুন: ICC ODI World Cup 2023 Tickets: মাঠে বসে খেলা দেখতে চাইলে এখনই নথিভুক্ত করান নিজের নাম
মুখ্যমন্ত্রী এদিন রেড রোডের ধারের ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে বলেন, 'আজকে মোহনবাগান-ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে। মহামেডান কেন খেলবে না? আপনাদের সারা দেশ-বিদেশে এত সমর্থক আছে, তাঁরা এক টাকা করে দিলেও তো হয়ে যায়। সমর্থকদের টাকাতেও আপনারা আইএসএল খেলতে পারেন। করে দেখান একটু। যার যা পুঁজি আছে, সেটা দিয়েই ক্লাবকে সাহায্য করুন। আমিও কন্ট্রিবিউট করব। আমি মাইনে-পেনশন নিই না। বই লিখে যা পাই, সেই রয়্যালটির টাকা থেকেই কন্ট্রিবিউট করব।' মুখ্যমন্ত্রী ক্রাউডফান্ডিংয়ের পাশাপাশি আরও একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ' দরকারে ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্সের সাহায্য চাইতে পারে মহামেডান। ওরা সংখ্যালঘুদের জন্য বহু কাজ করে।'
ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু ও মনোজ তিওয়ারিরা মতো রাজ্যের মন্ত্রীরা মঞ্চে ছিলেন। মমতা তাঁদের নাম ধরে ধরে বলেন, আগামী বছর আইএসএলে মহামেডান খেলব তো? এদিন মমতা মহামেডানকে ক্লাবের গ্যালারির কাজের আরও ৬০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, এই ক্লাবকে গ্যালারির কাজের জন্য সাড়ে সাত কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মমতা আবারও বুঝিয়ে দিলেন যে, বাংলার তিন প্রধানের পাশে তিনি ছিলেন, আছেন ও থাকবেন। বরারবই মুখ্যমন্ত্রী খেলাধুলোর প্রতি তাঁর আগ্রহ দেখিয়ে এসেছেন, সেই মতো ক্লাবগুলিকেও দিয়েছেন আর্থিক অনুদান। এদিন মমতা যেন মহামেডানকে চ্যালেঞ্জই ছু়ড়ে দিলেন আইএসএল খেলার জন্য। দেখা যাক ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব এবার দেশের এক নম্বর ফুটবল লিগে নাম লেখাতে পারে কিনা! ১০ বছর, ১১ শহর, ১২ দল! ঠিক এভাবেই আইএসএল প্রচার চলছে। কারণ বিশ্বের অন্যতম সেরা লিগে এবার থেকে আর ১১টি নয়, ১২টি দল খেলবে।
আরও পড়ুন: জল্পনার অবসান, আইএসএল স্বাগত জানাল নতুন ফ্র্যাঞ্চাইজিকে!