Sourav Ganguly: মহারাজের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী, ফলের ঝুড়ি পাঠালেন বেহালার বাড়িতে

সৌরভরে পরিবারে থাবা বসিয়েছে করোনা। একাধিক সদস্য আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে।

Updated By: Jan 9, 2022, 04:16 PM IST
Sourav Ganguly: মহারাজের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী, ফলের ঝুড়ি পাঠালেন বেহালার বাড়িতে
সৌরভের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়

নিজস্ব প্রতিবেদন: সদ্যই করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়ক এখন সুস্থ আছেন। স্বাভাবিক জীবনযাপনে ফিরেছেন তিনি। সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সৌরভের বেহালার বাসভবনে মুখ্যমন্ত্রী ফল ও হেলথ ড্রিঙ্কসের ঝুড়ি পাঠান। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ। সেখানকার স্থানীয় কাউন্সিলর সুদীপ পল্লে (Sudip Polley) এদিন সৌরভের আরোগ্য কামনায় পাঠানো উপহার তুলে দেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) হাতে।

আরও পড়ুন: AUS vs ENG, Ashes 4th Test, Day 5: রুদ্ধশ্বাস লড়ে টেস্ট ড্র করল ইংল্যান্ড

দিন চারেক আগে সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও (Sana Ganguly) করোনা আক্রান্ত হন। সৌরভের পরিবারে এই মারণ ভাইরাস রীতিমতো থাবা বসিয়েছে। সৌরভ-সানা ছাড়াও পরিবারের আরও কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সৌরভের কাকা, খুড়তুতো ভাই, তাঁর স্ত্রীরও কোভিড রিপোর্ট পজিটিভ আসে। সংক্রামিত হন বিসিসিআই সভাপতির আপ্ত সহায়কও। সৌরভ যখন করোনা আক্রান্ত হয়েছিলেন তখন মমতা রাজ্য সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) থেকে সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করা হয়েছিল। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ব্যক্তিগত ভাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে মেসেজ করেছিলেন। উডল্যান্ডসে সৌরভের চিকিৎসার দায়িত্বে ছিলেন ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সপ্তর্ষি বসু ও ডক্টর সৌতিক পাণ্ডা। সৌরভের মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়। তাঁকে অ্যান্টিবডি ককটেল নামক ইঞ্জেকশন দেওয়া হয়। সৌরভের জ্বর-শ্বাসকষ্ট ছিল না। কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতাও ছিল না তাঁর।  

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.