মিডফিল্ডার আল আমনায় মজে লাল-হলুদ শিবির

Updated By: Sep 11, 2017, 11:36 PM IST
মিডফিল্ডার আল আমনায় মজে লাল-হলুদ শিবির

ব্যুরো: সিরিয়ান মিডফিল্ডার আল আমনায় মজে গোটা ইস্টবেঙ্গল শিবির। চলতি মরসুমে ইস্টবেঙ্গলের প্রথম রিক্রুট ছিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। তাঁকে নিয়ে ক্লাব যে কোনও ভুল করেননি তা অল্প কয়েকটা ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন আমনা। ফুটবল আর নিজের পরিবার নিয়েই জগত সিরিয়ান তারকার। ম্যাচে তো বটেই,অনুশীলনেও নিজের সেরাটা উজাড় করে দেন তারকা এই মিডফিল্ডার। গত কয়েকবছর ধরেই হন্য হয়ে এই পজিসনের একজন ভাল ফুটবলার খুঁজছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। আমনার মধ্যেই সেই টার্গেট ম্যানকে দেখছেন তারা। পেনের সঙ্গে তুলনাতে না গিয়েও লাল-হলুদ অধিনায়ক অর্ণব মন্ডল বলছেন আমনা এককথায় দুরন্ত।

গত বছর আইজলের হয়ে আই লিগ জিতেছিলেন আমনা। এবার ইস্টবেঙ্গলের হয়ে ঘরোয়া লিগ জেতার সুযোগ তাঁর। ক্লাবের বাইরে দাঁড়িয়ে সিরিয়ান তারকা বলছেন লাল-হলুদের হয়ে কোনও ট্রফি জেতা সবসময়ই স্পেশাল হবে। 

.