সিডনিতে সচিনের অপরাজিত ২৪১, পাঁচ দিন ধরে একটাই গান শুনেছিলেন মাস্টার ব্লাস্টার

সিডনিতে ২০০৪ সালে ওই টেস্ট চলাকালীন পাঁচ দিন ধরে একটাই গান শুনেছিলেন সচিন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 11, 2020, 03:16 PM IST
সিডনিতে সচিনের অপরাজিত ২৪১, পাঁচ দিন ধরে একটাই গান শুনেছিলেন মাস্টার ব্লাস্টার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ২০০৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সিরিজ ১-১ ড্র করেছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়া। ওই সিরিজে সিডনিতে অপরাজিত ২৪১ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। এবার বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে স্মৃতিচারণায় সচিন এক অজানা গল্প শোনালেন। সিডনিতে ২০০৪ সালে ওই টেস্ট চলাকালীন পাঁচ দিন ধরে  একটাই গান শুনেছিলেন সচিন।

আরও পড়ুন - সাত বছরের মেয়ে তুলে নিল ৮০ কেজি ওজন! কে এই 'ছোট বাহুবলী'?

২০০৪ সালে অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৭০৫ রান তুলেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৪৩৬ বলে অপরাজিত ২৪১ রান করেছিলেন সচিন তেন্ডুলকর।

সিডনি টেস্টের আগে গাব্বা, অ্যাডিলেড এবং মেলবোর্নে বড় রান পাননি সেবার সচিন। ফর্ম ফিরে পেতে নিজের মনসংযোগ বাড়াতে  সিডনি টেস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র কিংবদন্তি ব্রায়ান অ্যাডমসের জনপ্রিয় 'সামার অফ সিক্সটি নাইন' গান শুনেছিলেন। তিনি বলেন, লুপে ফেলে গানটি ড্রেসিংরুমে, অনুশীলনে এমনকী ব্যাট করতে নামার আগেও সেই গান শুনতেন।

আরও পড়ুন - NCA-তে ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা

.