NCA-তে ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা

আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান মুম্বই অধিনায়ক।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 11, 2020, 04:21 PM IST
NCA-তে ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা।  দু দিনের মধ্যেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন হিটম্যান। সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন বোর্ডের এক শীর্ষ কর্তা।

শুক্রবার বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে NCA ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের তত্বাবধানে রোহিত শর্মার ফিটনেস টেস্ট হয়। এবং সেই পরীক্ষায় তিনি সফলভাবে পাশ করেন।

ফিটনেস টেস্টে যে রোহিত পাশ করবেন তার ইঙ্গিত মিলেছিল। অস্ট্রেলিয়ায় পৌঁছে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। সুতরাং অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট এবং মেলবোর্নে বক্সিং ডে টেস্টে কোনওভাবেই খেলতে পারবেন না রোহিত শর্মা। কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে সিডনি এবং ব্রিসবেনে শেষ দুই টেস্টে খেলতে পারবেন রোহিত শর্মা।

আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান মুম্বই অধিনায়ক। চার ম্যাচে খেলেননি রোহিত শর্মা। সেই সময় অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল বেছে নেন নির্বাচকরা। তিন ফরম্যাটেই বাদ পড়েন রোহিত। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। এদিকে মুম্বই ইন্ডিয়ানসের নেটে অনুশীলন চালিয়ে যান রোহিত। যদিও লিগের শেষ ম্যাচ আর প্লে অফে মুম্বইকে নেতৃত্ব দেন তিনি। এরপরেই বোর্ড জানায় অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হলেও টেস্ট সিরিজের দলে থাকছেন রোহিত। তারপর দুবাই থেকে সিডনি উড়ে না গিয়ে দেশে ফিরে বেঙ্গালুরুতে এনসিএ-তে চিকিৎসকদের পরামর্শে  রিহ্যাবে থাকেন রোহিত শর্মা। সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোট পর্যালোচনা করা হয় তাঁর। ফিটনেস টেস্টে পাশ করে এবার অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা।

 

আরও পড়ুন - সাত বছরের মেয়ে তুলে নিল ৮০ কেজি ওজন! কে এই 'ছোট বাহুবলী'?

.