UEFA Champions League 2018-19: মাদ্রিদে ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি লিভারপুল-টটেনহ্যাম

নিজস্ব প্রতিবেদন : মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে মধ্যরাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল লিভারপুল এবং টটেনহ্যাম হটস্পার। পাঁচ বছর পর  ইউরোপ সেরার আসরে এমন ফাইনাল দেখতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ। স্প্যানিশ কোনও দল ছাড়া শেষবার ফাইনালে দুই জার্মান দল মুখোমুখি হয়েছিল ২০১৩ সালে। পাঁচ বছর পর এবার স্প্যানিশ দলগুলির আধিপত্যে থাবা বসিয়েছে ইংরেজরা। মাদ্রিদে মেগা ফিনালেতে মুখোমুখি ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি দল। মাদ্রিদ আজ ইংরেজদের দখলে।

মাদ্রিদে মেগা ফাইনালে আজ দুই কোচের মস্তিষ্কের লড়াই। সেমি ফাইনালে দুই দলই প্রায় অসাধ্য সাধন করে আজ শেষ যুদ্ধে অবতীর্ন হতে চলেছে। গত বছর ফাইনালে উঠেও হারতে হয়েছিল লিভারপুলকে। এবার ফাইনালে টটেনহ্যামকে হারিয়ে ট্রফি জিততে মরিয়া য়ুর্গেন ক্লপের দল। ইউরোপ সেরার আসরে প্রথমবার মুখোমুখি হবে দুই দল। এবার ইপিএলে দুবার মুখোমুখি লড়াইয়ে দুবারই টটেনহামকে হারিয়েছে লিভারপুল। এ কারণে লিভারপুলকেই ফাইনালে এগিয়ে রাখছেন টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো। অন্যদিকে লিভারপুল কোচ ক্লপ অবশ্য ফাইনালের আগে কাউকেই এগিয়ে রাখতে চান না। কেউ কেউ বলছেন মোহামেদ সালহা বনাম লুকা মৌরার লড়াই। আবার কেউ বা বলছেন সাদিও মানে বনাম হ্যারি কেনের লড়াই। লিভারপুলের ব্রাজিলিয় তারকা রবের্তো ফিরমিনোর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফাইনালে ছেলেদের খোলা মনেই খেলার পরামর্শ দিয়েছেন পচেত্তিনো। অন্যদিকে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপের বার্তা, লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত ছুটবে তাঁর দল।

# কখন শুরু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ?
ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ।

# কোথায় দেখবেন ফাইনাল ম্যাচ?
লিভারপুল বনাম টটেনহ্যাম হটস্পারের ফাইনাল ম্যাচ দেখতে পাবেন সোনি লিভ এবং জিও অ্যাপ-এ। 

আরও পড়ুন - বিরাট কোহলির থেকে পেয়েছিলেন মূল্যবান উপহার, হারিয়ে মন খারাপ রশিদ খানের

English Title: 
Liverpool, Tottenham Set For Champions League Showdown As Madrid Picks Up English Accent
News Source: 
Home Title: 

UEFA Champions League 2018-19: মাদ্রিদে ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি লিভারপুল-টটেনহ্যাম

UEFA Champions League 2018-19: মাদ্রিদে ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি লিভারপুল-টটেনহ্যাম
Yes
Is Blog?: 
No
Section: