EPL 2019-20 করোনার জেরে ইপিএল বাতিল হলে চ্যাম্পিয়ন হবে লিভারপুল!

লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮২।

Updated By: Mar 16, 2020, 03:20 PM IST
EPL 2019-20 করোনার জেরে ইপিএল বাতিল হলে চ্যাম্পিয়ন হবে লিভারপুল!

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের জেরে আপাতত স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ(EPL)। তেসরা এপ্রিল পর্যন্ত ইপিএলের সব খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে FA। এদিকে প্রিমিয়ার লিগ শেষ করা নিয়েও তৈরি হয়েছে সংশয়। এবছরের মতো আর ইপিএল শেষ না হতেও পারে। এমনকী লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে।  

আর্সেনালের কোচ, চেলসির ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলি। এমনই পরিকল্পনা রয়েছে ইংলিশ ফুটবল সংস্থার। লিগ টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। লিভারপুলের চেয়ে ২৫ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যাঞ্চেস্টার সিটি। আর দুটো ম্যাচ জিতলেই তিরিশ বছর প্রিমিয়ার লিগ জিতবে ক্লপের লিভারপুল।

ইপিএল বাতিল হলে সেক্ষেত্রে লিভারপুলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এবছর প্রিমিয়ার লিগ থেকে কোনও দলের অবনমন হবে না। সামনের বছর ২০ দলের বদলে প্রিমিয়ার লিগ হবে ২২ দলের। দ্বিতীয় ডিভিশন থেকে দুটি দল খেলবে টপ ডিভিশনে। সামনের বছর তিন দলের বদলে পাঁচ দলের অবনমন হবে।

আরও পড়ুন - করোনা আতঙ্কের মধ্যেই কলকাতায় এল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

.