EPL 2019-20: অপ্রতিরোধ্য! ম্যান সিটিকে ছুঁয়ে প্রিমিয়ার লিগ জয়ের আরও কাছে লিভারপুল
বাকি ১১ ম্যাচের মধ্যে আর চারটে ম্যাচ জিততে পারলেই ...
নিজস্ব প্রতিবেদন: ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে। সোমবার ইপিএলে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে লিগ জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল। শুধু তাই নয়, সেই সঙ্গে লিগে টানা জয়ের নিরিখে ম্যাঞ্চেস্টার সিটিকে ছুঁয়ে ফেলল অল রেডসরা।
Liverpool set another new #PL record pic.twitter.com/mBlgJ2pUMO
— Premier League (@premierleague) February 25, 2020
সোমবার অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল লিভারপুল। লিভারপুলের হয়ে গোল তিনটি করেন জর্জিনিয়ো ভাইনালডাম, মোহামেদ সালহা এবং সাদিও মানে। লিগে এটা ২৬ নম্বর জয় ক্লপের দলের। এই নিয়ে টানা ১৮ ম্যাচে লিগে জয় পেল সালহারা। ২০১৭ সালে ইপিএলে টানা ১৮ ম্যাচ জয়ের নজির গড়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। এদিন সিটির রেকর্ডকে ছুঁয়ে ফেলল লিভারপুল। পরের ম্যাচ জিততে পারলেই নতুন মাইলস্টোন তৈরি করবে ক্লপের দল।
WWWWWWWWWWWWWWWWWW
@premierleague wins in a row pic.twitter.com/t24jC1Lcr8
— Liverpool FC (@LFC) February 24, 2020
Liverpool equal the record for most consecutive #PL wins pic.twitter.com/cmTqvHJzAG
— Premier League (@premierleague) February 24, 2020
সোমবারের জয়ের ফলে ঘরের মাঠে টানা ২১টি লিগের ম্যাচে জয় পেল লিভারপুল। ২৭ ম্যাচে ৭৯ পয়েন্ট হল লিভারপুলের। লিগে এখনও বাকি ১১ ম্যাচ। বাকি ১১ ম্যাচের মধ্যে আর চারটে ম্যাচ জিততে পারলেই কোনও রকম হিসেব ছাড়াই ১৯৯০ সালের পর আবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব ঘরে তুলবে য়ুর্গেন ক্লপের লিভারপুল।
আরও পড়ুন - ফুটবল খেলবে অথচ হেড করা যাবে না, এমনই নিয়ম এখানে