এবার বেকসের দলে মেসি-রোনাল্ডো; একই ক্লাবে, একসঙ্গে খেলবেন!

মেসি-রোনাল্ডোকে একসঙ্গে খেলানোর মত অকল্পনীয় পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান এবার

Updated By: Feb 24, 2020, 08:55 PM IST
এবার বেকসের দলে মেসি-রোনাল্ডো; একই ক্লাবে, একসঙ্গে খেলবেন!

নিজস্ব প্রতিবেদন: রিয়াল মাদ্রিদ করতে পারেনি। বার্সেলোনাও ব্যর্থ হয়েছে। আর বাকি ক্লাব তো ভাবনা চিন্তা স্তরেই আটকে গিয়েছে। মেসি-রোনাল্ডোকে একসঙ্গে খেলানোর মত অকল্পনীয় পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান এবার ডেভিড বেকহ্যাম স্বয়ং।

আগামী মরশুম থেকে মেজর সকার লিগে আত্মপ্রকাশ করবে বেকসের ক্লাব ইন্টার মিয়ামি। নতুন দলের জন্য ব্লকবাস্টার ফুটবলার  চাইছেন বেকহ্যাম। সেখানেই উঠে এসেছে মেসি আর রোনাল্ডোর নাম। দু'জনের সঙ্গেই দারুণ সম্পর্ক বেকসের। সেটাকে কাজে লাগিয়েই আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আসতে চান প্রাক্তন ইংলিশ অধিনায়ক।

বর্তমানে কেরিয়ারের শেষদিকে অনেক তারকাই MLS অর্থাত্‍ মেজর লিগ সকারকে বেছে নিচ্ছেন। সেই পথেই রোনাল্ডোদের আনতে চায় বেকহ্যামের ক্লাব। কেরিয়ারে রোনাল্ডো চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালবাসেন। ৩৫ বছরের রোনাল্ডো জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে যেতেই পারেন। তবে বত্রিশ বছরের মেসিকে বার্সা থেকে আনা কঠিন হতে পারে বেকহ্যামের ক্লাবের। কাজটা কঠিন হলেও বেকহ্যাম বলতেই পারেন, ম্যায় হুঁ না।

আরও পড়ুন - এশিয়া কাপের বদলা বিশ্বকাপে, টাইগারদের হারাল টিম ইন্ডিয়া

.