Lionel Messi | FIFA World Cup Final 2022: মেসি যা করলেন তা কেউ কখনও করতে পারেননি! লিখলেন ফুটবল ইতিহাস

Lionel Messi: বিশ্বকাপের ইতিহাসে কোনও ফুটবলার আজ পর্যন্ত যা করতে পারেননি, সেটাই করে দেখালেন লিওনেল মেসি। ক্যাপ্টেন আর্জেন্টিনা লিখলেন ফুটবল ইতিহাস। কাতার সাক্ষী থাকল অনন্য রেকর্ডের।

Updated By: Dec 18, 2022, 10:10 PM IST
Lionel Messi | FIFA World Cup Final 2022: মেসি যা করলেন তা কেউ কখনও করতে পারেননি! লিখলেন ফুটবল ইতিহাস
গোলের পর মেসির চেনা সেলিব্রেশন। ছবি-ফিফা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতারের লুসেল স্টেডিয়ামে চলছে কাপযুদ্ধের ফাইনাল। (FIFA World Cup 2022 Final) মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স  (Argentina-France)। ম্যাচের ২৩ মিনিটেই লিওনেল মেসি (Lionel Messi) পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে ১-০ এগিয়ে দেন। আর এই গোলের ১৩ মিনিটের মধ্যেই ডি মারিয়া (Angel Di Maria) গোল করে স্কোরলাইন ২-০ করেদেন। মেসি পেনাল্টিতে গোল করেই লিখে ফেললেন নয়া ইতিহাস। তিনি যা করে ফেললেন, তা এর আগে বিশ্বের কোনও ফুটবলার কখনও করতে পারেননি। ২০২২ বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করার অনন্য রেকর্ড করে ফেলেলেন এলএম টেন (LM10)। এর আগে বিশ্বের কোনও ফুটবলার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করতে পারেননি। মেসি লিখলেন নয়া ইতিহাস।

শুরু করা যাক রাউন্ড অফ সিক্সটিন দিয়ে। আর্জেন্টিনা ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠেছিল প্রি-কোয়ার্টারে। ৩৫ মিনিটে মেসি গোল করেছিলেন ওই ম্যাচে। শেষ আটে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেসির পা থেকে এসেছিল জোড়া গোল। দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল করার পাশাপাশি টাইব্রেকারেও পেনাল্টিতে গোল করেন তিনি। সেমিফাইনালে মেসি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করেছিলেন। আর এদিন ফাইনালেও গোল করলেন তিনি। এদিন মেসি লোথার ম্যাথিউজকেও টপকে গেলেন। সব চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ খেলা পুরুষ ফুটবলার হলেন তিনি। মেসি এদিন ২৬ নম্বর বিশ্বকাপের ম্যাচ খেলছেন।

আরও পড়ুন: Watch | Argentina vs France: শরীরে শুধুই ফিনফিনে নীল-সাদা অন্তর্বাস, বিছানায় শুয়ে জানালেন রাতের ইচ্ছা! কে ইনি?

২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি কাপ। জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। মেসি বিশ্বকাপে নামার আগেই বলেছিলেন যে, কাতার বিশ্বকাপই তাঁর শেষ, দেশকে ফাইনালে তুলেও ফের বলেছেন সেই কথা। আর্জেন্টিনা কাতারের অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছিল। সৌদি আরব ২-১ হারিয়ে দেয় লা আলবিসেলেস্তেদের। তবে এরপরেই আর্জেন্টিনা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আগুনে ফুটবল খেলতে শুরু করে সব হিসেব বদলে দিয়েছে। ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ। নীল-সাদা জার্সিতে ট্রফির খরা কাটিয়ে ছিলেন লিও। মেসিরা হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা। এখন দেখার বাঁ-পায়ের জাদুকর শেষ ল্যাপে ম্যাজিক করতে পারেন কিনা! প্রতিবেদন লেখার সময়ে ম্যাচের ৭০ মিনিট অতিক্রান্ত। মেসিরা ২-০ গোলেই এগিয়ে। এই স্কোরলাইন ধরে রাখতে পারলে, মেসিই যে বিশ্বকাপ জিতবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.