Watch | Argentina vs France: শরীরে শুধুই ফিনফিনে নীল-সাদা অন্তর্বাস, বিছানায় শুয়ে জানালেন রাতের ইচ্ছা! কে ইনি?

Argentina vs France: কাতারে চলে এসেছেন মেসিদের সুপারফ্যান মেলিসিয়া আর্টিস্টা। হোটেলের বিছানায় শুয়ে আর্জেন্টাইনদের এগিয়ে যাওয়ার বার্তা দিতে করলেন আগুনে পোস্ট।   

Updated By: Dec 18, 2022, 08:57 PM IST
Watch | Argentina vs France:  শরীরে শুধুই ফিনফিনে নীল-সাদা অন্তর্বাস, বিছানায় শুয়ে জানালেন রাতের ইচ্ছা! কে ইনি?
কী বলছেন এই ফ্যান?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতারের লুসেল স্টেডিয়ামে চলছে কাপযুদ্ধের ফাইনাল। (FIFA World Cup 2022 Final) মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স  (Argentina-France)। লিওনেল মেসির (Lionel Messi) সারা বিশ্বের ভক্তরা চাইছেন কাপ উঠুক তাঁর হাতেই। মেসিদের সমর্থনে কাতার চলে এসেছেন লাস্যময়ী আর্জেন্টাইন ফ্যান মেলিসিয়া আর্টিস্টা (Melisia Artista)। রিভারপ্লেটের (River Plate) অন্ধভক্ত মেলিসিয়া গলা ফাটান আর্জেন্টিনার জন্য। গ্যালারিতে থেকেছেন বহু ম্যাচেই। একসময় রিভারপ্লেটের জন্য নিজের অন্তর্বাস নিলামে তুলে এসেছিলেন খবরে। সেই দেশের সেরা লাস্যময়ী ফ্যান হিসাবেও তারঁ পরিচয় এখন। সেই মেলিসিয়া এবার হোটেলের বিছানায় শুয়ে মেসিদের জন্য বড় বার্তা দিলেন।মেলিসিয়া ইনস্টাগ্রামে আগুনে ভিডিয়ো পোস্ট করে লিখলেন, 'আজ রাতে ঘুম আসবে না। এগিয়ে চলো ছেলেরা। জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনাল আমার। উত্তেজনাই অন্য পর্যায়ে। অনেক অনেক ধন্য়বাদ। এগিয়ে চলো।' মেলিসিয়া পছন্দ করেন সুরো সুতোর মতো অন্তর্বাসে নিজেকে ধরা দিতে। বরাবরই বেছে নেন এরকম উত্তেজক পোশাক।

আরও পড়ুন: Watch | Argentina: তাঁরা ধরা দেন সুতোর মতো অন্তর্বাস থেকে উন্মুক্ত স্তনযুগলে! চিনুন দুই লাস্যময়ীকে

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MELISIA (@melisiaoficial)

২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি কাপ। জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। মেসি বিশ্বকাপে নামার আগেই বলেছিলেন যে, কাতার বিশ্বকাপই তাঁর শেষ, দেশকে ফাইনালে তুলেও ফের বলেছেন সেই কথা। আর্জেন্টিনা কাতারের অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছিল। সৌদি আরব ২-১ হারিয়ে দেয় লা আলবিসেলেস্তেদের। তবে এরপরেই আর্জেন্টিনা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আগুনে ফুটবল খেলতে শুরু করে সব হিসেব বদলে দিয়েছে। ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ। নীল-সাদা জার্সিতে ট্রফির খরা কাটিয়ে ছিলেন লিও। মেসিরা হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা। এখন দেখার বাঁ-পায়ের জাদুকর শেষ ল্যাপে ম্যাজিক করতে পারেন কিনা!

 

.