বিশ্বকাপের বাছাই পর্বে আটকে গেল আর্জেন্টিনা, VAR-এ বাতিল মেসির গোল, বিতর্ক তুঙ্গে
শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
নিজস্ব প্রতিবেদন: ম্যাচ শুরুর ৩৬ ঘণ্টা আগেও তাঁর মাঠে নামা নিয়ে সংশয় ছিল। অবশেষে বিশ্বকাপের বাছাই পর্বে ঘরের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামেন লিওনেল মেসি। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করল মেসির। VAR-এ বাতিল মেসির গোল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
Lionel Messi goal for Argentina pic.twitter.com/j2NZjZu3qI
— Lyndio Sport (@LyndioSport) November 13, 2020
লো সেলসোর পাস থেকে দুরন্ত গোল লিওনেল মেসির। বাঁধভাঙা উচ্ছ্বাসে তখন সেলিব্রেশনে ব্যস্ত লিও মেসি। আনন্দে মাতোয়ারা আর্জেন্টিনা ডাগআউট। আর সেই সময়ই VAR-এ বাতিল মেসির গোল! ফাউলের কারণে বাতিল গোল। সব উচ্ছ্বাস থেমে গেল। ম্যাচের বয়স তখন ৫৮ মিনিট। যা নিয়ে ম্যাচ শেষে আলোচনা তুঙ্গে।
Lionel Messi and VAR, his goal for Argentina was ruled off. pic.twitter.com/vLZhusn7GX
— Roy Nemer (@RoyNemer) November 13, 2020
এদিকে ২১ মিনিটে স্পটকিক থেকে প্যারাগুয়েকে এগিয়ে দেন অ্যাঞ্জেল রোমেরো। ৪১ মিনিটে নিকোলাস গঞ্জালেসের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর সেয়ানে সেয়ানে লড়াই চললেও গোল সংখ্যা বাড়েনি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপে শীর্ষে থাকল আর্জেন্টিনা।
আরও পড়ুন- কোহলির পিতৃত্বকালীন ছুটি, বিরাট সমর্থন অস্ট্রেলিয়া কোচ ল্যাঙ্গারের