৩৮-এও অপ্রতিরোধ্য লি

আটত্রিশেও জিতছেন গ্র্যান্ডস্লাম। টেনিস কোর্ট থেকে সরে দাঁড়ানোর যে কোনও পরিকল্পনা যে তাঁর সুদূর পরিকল্পনাতেও নেই তা পরিস্কার করে দিলেন লিয়েন্ডার পেজ।

Updated By: Feb 5, 2012, 11:34 PM IST

আটত্রিশেও জিতছেন গ্র্যান্ডস্লাম। টেনিস কোর্ট থেকে সরে দাঁড়ানোর যে কোনও পরিকল্পনা যে তাঁর সুদূর পরিকল্পনাতেও নেই তা পরিস্কার করে দিলেন লিয়েন্ডার পেজ। আসন্ন লন্ডন অলিম্পিকের জন্য প্রস্তুতি চালাচ্ছেন লি। নিজের ষষ্ঠ অলিম্পিকের সামনে দাঁড়িয়ে ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, লন্ডন অলিম্পিক তাঁর কাছে পদক জেতার সেরা সুযোগ। যদিও এখনও জানেন না তাঁর সঙ্গী কে হবেন। কিন্তু এটাকেই অলিম্পিক পদক জয়ের শেষ সুযোগ বলে মানতে নারাজ তিনি। অর্থাৎ সপ্তম অলিম্পিকে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না লি। লিয়েন্ডার জানিয়েছেন, মিক্সড ডাবলসেও কেরিয়ার গ্র্যান্ড স্লাম জয় এবার তাঁর লক্ষ্য। লিয়েন্ডারের এই মন্তব্যেই স্পষ্ট, আগামি আরও কয়েকবছর টেনিস কোর্টে দাপাতে দেখা যাবে ভারতের এই টেনিস তারকাকে। 

.