ফের হার ভারতের

মেলবোর্নে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৫ রানে হারল ভারত। টসে জিতে অসিদের প্রথম ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্য রাখে। জবাবে ভারত ১৫১ রানে অলআউট হয়ে যায়।

Updated By: Feb 5, 2012, 08:33 PM IST

মেলবোর্নে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৫ রানে হারল ভারত। টসে জিতে অসিদের প্রথম ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া ভারতের সামনে জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্য রাখে। জবাবে ভারত ১৫১ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচের শুরুতেই অসিদের ধাক্কা দেন ভারতের মিডিয়াম পেসার বিনয় কুমার। দ্রুত ওয়ার্নার ও পন্টিংকে ফিরিয়ে দেন তিনি। এরপর বৃষ্টি নামায় খেলা সাড়ে ৩ ঘন্টা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে আম্পায়াররা ম্যাচ ৩২ ওভারের করার সিদ্ধান্ত নেন। খেলা শুরু হতেই রোহিত শর্মা ক্লার্ককে আউট করে অসিদের উপর চাপ বাড়িয়ে দেন। কিন্তু এরপর ওয়েড ও মাইক হাসি অস্ট্রেলিয়াকে টেনে তোলেন। হাসি ৪৫ ও ওয়েড ৬৭ রানে ফিরে গেলেও ডেভিড হাসি দলকে দুশোর গন্ডি পার করিয়ে দেন। ডেভিড হাসি ৬১ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়া ৩২ ওভারে ৫ উইকেটে ২১৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায ভারত। একমাত্র বিরাট কোহলি ও ধোনি ছাড়া ব্যাট হাতে সকলেই ব্যর্থ। কোহলি ৩১ ও ধোনি ২৯ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ সচিন তেন্ডুলকরও। সচিন মাত্র দুই রান করেন। ভারত ২৯.৪ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায়।

.