অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বের দৌড়ে এগিয়ে লি
অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার পর অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন লিয়েন্ডার পেজ। লন্ডন অলিম্পিকে পুরুষদের ডাবলসে ভারতের কোন দুজন খেলোয়াড় প্রতিনিধিত্ব করবেন, তা এখনও চূড়ান্ত করেনি সর্বভারতীয় টেনিস সংস্থা।
অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার পর অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন লিয়েন্ডার পেজ। লন্ডন অলিম্পিকে পুরুষদের ডাবলসে ভারতের কোন দুজন খেলোয়াড় প্রতিনিধিত্ব করবেন, তা এখনও চূড়ান্ত করেনি সর্বভারতীয় টেনিস সংস্থা।
গত মরসুমের শেষেই মহেশের সঙ্গে জুটি ভেঙেছিলেন লিয়েন্ডার। নতুন মরসুমে রাদেক স্টেপানেকের সঙ্গে জুটি বেঁধেই দুরন্ত পারফরম্যান্স করছেন ৩৮ বছরের লি। চেন্নাই ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন, দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ডাবলস ক্রমতালিকাতেও এগিয়ে ৭ উঠে এসেছেন লিয়েন্ডার। অপরদিকে র্যাঙ্কিং-এ ১৬-এ নেমে গিয়েছেন মহেশ ভূপতি । বোপান্না-ভূপতি জুটিও একেবারেই হিট করেনি। চেন্নাই ওপেনের পর অস্ট্রেলিয়ান ওপেনেও ব্যর্থ হয়েছে এই ভারতীয় জুটি। নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একমাস বিশ্রাম নিচ্ছেন ভূপতি। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে অলিম্পিকে লিয়েন্ডারের প্রতিনিধিত্ব করা একপ্রকার নিশ্চিত।
যদিও লিয়েন্ডার জানিয়েছেন, তিনি এখন অলিম্পিক নিয়ে ভাবতে চান না। যখন সময় আসবে, তখন তিনি ঠিক অলিম্পিকের জন্য তৈরি হয়ে যাবেন। রেকর্ড বলছে, তিনি যখনই দেশের প্রতিনিধিত্ব করেছেন, তখন তাঁর সেরাটা বেরিয়ে এসেছে।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন তো অলিম্পিকে পদক জেতার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখছেন লিয়েন্ডারকে। লন্ডনে ভারতের প্রতিনিধিত্ব করলে, এটা লিয়েন্ডারে ষষ্ঠ অলিম্পিক হবে।