Ind vs Aus: ব্রিসবেন টেস্টে নামার আগে Paine-Smith'র পাশেই Langer

দুটি ভিন্ন ঘটনা হলেও অজি অধিনায়ক টিম পেইন এবং স্টিভ স্মিথের পাশেই দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 13, 2021, 02:45 PM IST
Ind vs Aus: ব্রিসবেন টেস্টে নামার আগে Paine-Smith'র পাশেই  Langer
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  সিডনি টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেছিলেন অজি অধিনায়ক টিম পেইন। ম্যাচ শেষে ভুল বুঝতে পারেন তিনি। তাই প্রেস কনফারেন্স-এ এসে জানান, তিনি যা করেছেন তা বোকামি। তাই অশ্বিনের কাছে ক্ষমা চেয়েছেন। আর পঞ্চম দিনে ড্রিঙ্কস ব্রেক-এর সময় পিচের উপর চুপিসারে পন্থের Crease Marks তুলে দেন পা দিয়ে ঘষে। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব। দুটি ভিন্ন ঘটনা হলেও অজি অধিনায়ক টিম পেইন এবং স্টিভ স্মিথের পাশেই দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

 

অধিনায়ক পেইনের প্রতি অগাধ আস্থা ল্যাঙ্গারের। তাই তো জাস্টিন ল্যাঙ্গার টিম পেইন প্রসঙ্গে জানান, "আমি পেইনের উপর কতটা বিশ্বাস করি সেটা আপনারা ভাবতেও পারবেন না। ওই দিনটা ওর ছিল না। তিন বছর ধরে ও কিন্তু তেমন কোনও ভুল করেনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ও অসাধারণ। আমার একশো শতাংশ সমর্থন রয়েছে ওকে।"

আরও পড়ুন- Ind vs Aus: ব্রিসবেনে Team India-র হোটেলের পাশে UK Covid-19 স্ট্রেনের হদিশ, কোয়ারেন্টিনে কড়াকড়ি

এদিকে সিডনি টেস্টের পঞ্চম দিন ড্রিঙ্কস ব্রেক-এর সময় পন্থের Crease Marks পায়ে ঘষে তুলে দেওয়ার চেষ্টা করেন স্মিথ। সেই ঘটনা স্টাম্প ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়ো ফুটেজ  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। এর পরই স্মিথকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই প্রসঙ্গে ল্যাঙ্গারের প্রতিক্রিয়া, "স্মিথের ব্যাপারটা আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। ওর সম্পর্কে যা বলা হচ্ছে তা ঠিক নয়। স্মিথকে যাঁরা চেনেন তাঁরা  জানেন ও কতটা ছটফটে। ওই ঘটনা দেখার পর তো আমরাও হেসেছিলাম ড্রেসিংরুমে। ক্রিজে স্মিথ তো এমনটাই করে। "

আরও পড়ুন- চোটে জর্জরিত Team India, ব্রিসবেনে ব্যাট হাতে নামতে তৈরি Sehwag

.