WATCH | Kylian Mbappe | La Liga 2024-25: কোথায় এমবাপে? জোড়া গোলেই দিলেন জবাব, জ্বলে উঠলেন 'নিনজা টার্টল'

Kylian Mbappe Is Back: লা লিগায় ফিরলেন এমবাপে। চেনালেন জাত। করলেন জোড়া গোল

Updated By: Sep 2, 2024, 06:41 PM IST
WATCH | Kylian Mbappe | La Liga 2024-25: কোথায় এমবাপে? জোড়া গোলেই দিলেন জবাব, জ্বলে উঠলেন 'নিনজা টার্টল'
গোলের পর এমবাপের উচ্ছ্বাস

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াল মাদ্রিদ ২-০ গোলে রিয়াল বেটিসকে হারিয়েছে লা লিগায় (La Liga 2024-25)। গতবারের চ্য়াম্পিয়ন কার্লো অ্যানসেলোত্তির টিম এই মুহূর্তে লিগ তালিকায় দুয়ে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, দুয়ে রিয়াল, ৪ ম্য়াচে তাদের ঝুলিতে এল ৮ পয়েন্ট। গত রবিবার দুই রিয়ালের লড়াইয়ে সবার চোখ ছিল কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) উপর। কারণ বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা, রিয়ালের জার্সিতে অভিষেক করেই, উয়েফা সুপার কাপে (UEFA Super Cup) আটলান্টার বিরুদ্ধে গোল করে ট্রফি জিতিয়ে ছিলেন ক্লাবকে। কিন্তু এরপরই লা লিগার প্রথম তিন ম্য়াচেই গোলের দেখা পাননি বিশ্বকাপ জয়ী। এরপরই প্রশ্ন ওঠে কোথায় এমবাপে? পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাবে এসে শুরুটা দারুণ করেও তিনি ফর্ম পাচ্ছিলেন না, তবে এবার জোড়া গোলেই দিলেন জবাব। জ্বলে উঠলেন ভক্তের 'নিনজা টার্টল'!

আরও পড়ুন: শনি সন্ধ্যায় শহরে আচমকা পাহাড়ি ঝড়...খড়কুটোর মতো উড়ল পালতোলা নৌকা!

দুই রিয়ালের প্রথমার্ধের খেলার ফল ছিল গোলশূন্য়। ৬৭ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন এমবাপে। বাঁ দিকে প্রতিপক্ষের দু'জনকে কাটিয়ে, রডরিগো বক্সের বাইরে খুঁজে নেন ভালভের্দেকে। এরপর উরুগুয়ের ফুটবলার ব্যাকহিল ফ্লিকে খুঁজে নেন এবাপেকে। ছ'গজ বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে এমবাপে তেকাঠি খুঁজে নেন। এরপর ৭৫ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়াস জুনিয়রকে বেতিস গোলরক্ষক ফেলে দেন। প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান। কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে নতুন গ্য়ালাকটিকোস এমবাপে, ভিনিসিয়ায় ও রডরিগো কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। তাঁরা একাধিক ভুল পাস খেলেছেন এবং গোলের মুখ খুলতেও ব্য়র্থ হয়েছেন।

আরও পড়ুন: 'হার্দিককে দেখলেই আমার...'! সম্পর্কে নেই কোনও রাখঢাক, অনুভূতি নিয়ে অকপট অভিনেত্রী

 

 

 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.