কোটলার পিচে অশ্বিন, জাদেজার মিশ্র 'ঘূর্ণি' ঝড় চাইছে বিরাট

ফিরোজ শা কোটলার বাইশ গজেও কি মিলবে মোহালি, নাগপুরের ছোঁয়া? কোটলার পিচ কিউরেট সরাসরি কিছু না বললেও গ্রাউন্ডস স্টাফদের ইঙ্গিত কিন্তু সেরকমই। ঘূর্ণি পিচ বানানোর সরকারি নির্দেশ পাওয়ার অপেক্ষায় তারা। তাদের আশা রবিবারই এই নির্দেশ পেয়ে যাবেন বিসিসিআই-এর চিফ পিচ কিউরেটর দলজিত সিংয়ের কাছ থেকে। যদিও ঘূর্ণি উইকেট বানানোয় কিছুটা বাধ সেধেছে খারাপ আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস থাকায় কিছুটা আতঙ্কে রয়েছেন পিচ কিউরেটর অঙ্কিত দত্ত। তবে তাদের আশা ম্যাচের আগে তিনদিন রোদ পেলেই ড্রাই পিচ বানিয়ে ফেলতে পারবেন। গ্রাউন্ডস স্টাফরা একথা বললেও ডিডিসিএ পিচ কমিটির চেয়ারম্যান চেতন চৌহানের দাবি তারা ভাল পিচ উপহার দেবেন। তার মতে কোটলার পিচে স্পিনাররা সুবিধা পেলেও প্রথম দুঘন্টায় পেসাররা সুবিধা পাবেন। এমনকী ব্যাটসম্যানদেরও খুব একটা অসুবিধা হবে না।

Updated By: Nov 29, 2015, 09:29 PM IST
 কোটলার পিচে অশ্বিন, জাদেজার মিশ্র 'ঘূর্ণি' ঝড় চাইছে বিরাট

ব্যুরো: ফিরোজ শা কোটলার বাইশ গজেও কি মিলবে মোহালি, নাগপুরের ছোঁয়া? কোটলার পিচ কিউরেট সরাসরি কিছু না বললেও গ্রাউন্ডস স্টাফদের ইঙ্গিত কিন্তু সেরকমই। ঘূর্ণি পিচ বানানোর সরকারি নির্দেশ পাওয়ার অপেক্ষায় তারা। তাদের আশা রবিবারই এই নির্দেশ পেয়ে যাবেন বিসিসিআই-এর চিফ পিচ কিউরেটর দলজিত সিংয়ের কাছ থেকে। যদিও ঘূর্ণি উইকেট বানানোয় কিছুটা বাধ সেধেছে খারাপ আবহাওয়া। বৃষ্টির পূর্বাভাস থাকায় কিছুটা আতঙ্কে রয়েছেন পিচ কিউরেটর অঙ্কিত দত্ত। তবে তাদের আশা ম্যাচের আগে তিনদিন রোদ পেলেই ড্রাই পিচ বানিয়ে ফেলতে পারবেন। গ্রাউন্ডস স্টাফরা একথা বললেও ডিডিসিএ পিচ কমিটির চেয়ারম্যান চেতন চৌহানের দাবি তারা ভাল পিচ উপহার দেবেন। তার মতে কোটলার পিচে স্পিনাররা সুবিধা পেলেও প্রথম দুঘন্টায় পেসাররা সুবিধা পাবেন। এমনকী ব্যাটসম্যানদেরও খুব একটা অসুবিধা হবে না।

.