KL Rahul: বিরাট কোহলিকে পিছনে ফেলে অনন্য টি-২০ রেকর্ড কেএল রাহুলের

কেএল রাহুল (KL Rahul) করে ফেললেন অনন্য টি-২০ রেকর্ড

Updated By: Apr 20, 2022, 06:09 PM IST
 KL Rahul: বিরাট কোহলিকে পিছনে ফেলে অনন্য টি-২০ রেকর্ড কেএল রাহুলের
রাহুলের দুরন্ত টি-২০ রেকর্ড

নিজস্ব প্রতিবেদন: লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) এবার অনন্য টি-২০ রেকর্ড করে ফেললেন চলতি আইপিএলে (IPL 2022)। ইনিংসের বিচারে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন। ১৬৬ ইনিংসে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনের  রানসংখ্যা ৬০০৭। কোহলি ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ৬০০০ রান করতে নিয়েছিলেন ১৮৪ ইনিংস।

গত মঙ্গলবার আইপিএলের ৩১ নম্বর ম্য়াচে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy, Mumbai) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants)। অধিনায়ক ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) ব্যাটে ভর করে আরসিবি ১৮ রানে হারায় কেএল রাহুলের লখনউকে। এই ম্যাচে রাহুল এরপর ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলে টি-২০ রেকর্ড করে ফেলেন। 

ইনিংসের বিচারে সবার আগে টি-২০ ক্রিকেটে ছ'হাজারি হওয়ার নজির রয়েছে ক্রিস গেইলের (১৬২ ইনিংস)। এরপর রয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম (১৬৫ ইনিংস)। রাহুল বাইশ গজের তৃতীয় দ্রুততম ব্য়াটার হিসাবে এই রেকর্ড করলেন। দেখতে গেলে রাহুল-কোহলি ২০০টির কম টি-২০ ম্যাচ খেলে রেকর্ড করেছেন। শিখর ধাওয়ান (২১৪), সুরেশ রায়না (২১৭) ও রোহিত শর্মা (২২৮) থাকবেন প্রথম পাঁচে। রাহুল টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রানশিকারি। ৫২ ইনিংসে ১৪২.৪৯-এর গড়ে তিনি ১৮৩১ রান করেছেন। বিরাট (৩২৯৬) ও রোহিত (৩৩১৩) রয়েছেন তাঁর আগে।

আরও পড়ুন: KL Rahul-Suniel Shetty: রাহুলের সেঞ্চুরির পর তাঁর 'হবু শ্বশুর' ছক্কা হাঁকালেন সোশ্যালে!

আরও পড়ুনIPL 2022: Faf du Plessis-এর দুরন্ত ব্য়াটে RCB ১৮ রানে হারাল LSG-কে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.