আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি করলেন লোকেশ রাহুল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি করলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এগারো ধাপ উঠে এখন এগারো নম্বরে ভারতীয় এই ওপেনার। সদ্য শেষ হওয়া সিরিজে সাতটা ইনিংসে ছটা অর্ধশতরান করেছেন রাহুল। সিরিজের শুরুতে সাতান্ন নম্বরে ছিলেন ভারতের এই ব্যাটসম্যান। এখন উঠে এলেন এগারো নম্বরে।
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি করলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এগারো ধাপ উঠে এখন এগারো নম্বরে ভারতীয় এই ওপেনার। সদ্য শেষ হওয়া সিরিজে সাতটা ইনিংসে ছটা অর্ধশতরান করেছেন রাহুল। সিরিজের শুরুতে সাতান্ন নম্বরে ছিলেন ভারতের এই ব্যাটসম্যান। এখন উঠে এলেন এগারো নম্বরে।
আরও পড়ুন নিজেকে পুরো ফিট করাই এখন একমাত্র লক্ষ্য সামির
ভারতীয়দের মধ্যে পূজারা রয়েছেন চার নম্বরে। এক ধাপ নেমে এখন পাঁচে বিরাট কোহলি। বোলারদের র্যাঙ্কিংয়ে এখনও যৌথভাবে শীর্ষে রয়েছেন ভারতের দুই স্পিনার রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। একুশ নম্বরে উঠে এসেছেন উমেশ যাদব। অলরাউন্ডারদের তালিকায় অশ্বিনকে সরিয়ে এখন দুনম্বরে জাদেজা। শীর্ষ রয়েছেন শাকিব-আল-হাসান।
আরও পড়ুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সাম্বা ঝড়, তিন-শূন্য গোলে প্যারাগুয়েকে হারাল ব্রাজিল