KKR, IPL 2022: দলে এত ঘন ঘন বদল কেন? অজুহাত দিলেন Brendon McCullum

রাজস্থান রয়্যালস ম্যাচেও একাধিক পরিবর্তন করা হয়েছে দলে। ভেঙ্কটেশ আইয়ার বাদ পড়েছেন।  

Updated By: May 3, 2022, 01:09 PM IST
KKR, IPL 2022: দলে এত ঘন ঘন বদল কেন? অজুহাত দিলেন Brendon McCullum
একাধিক দল বদলের অজুহাত দিলেন ব্রেন্ডন ম্যাকলাম। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ১০ ম্যাচে মাত্র চার জয়। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) সোমবার সাত উইকেটে হারালেও স্বস্তিতে নেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কারণ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্লে-অফ (IPL Play offs 2022) খেলতে হলে বাকি চার ম্যাচ শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দলের কাছে কার্যত ফাইনালের মতো। কিন্তু প্রশ্ন হল নাইটদের দলে একাধিক পরিবর্তনের কারণ কী? পরিসংখ্যান বলছেন এখনও পর্যন্ত সাতটি ওপেনিং জুটির বদল করা হয়েছে। অবশ্য এই ব্যাপারে প্রশ্ন করা হলে অজুহাত দিলেন দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকলাম (Brendon McCullum)।

ম্যাচের শেষে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক দলের একাধিক বদলের জন্য অজুহাত দিয়ে বলেন, “আমাদের কিছু ক্রিকেটার দেরীতে দলর সঙ্গে যোগ দিয়েছিল। বেশ কিছু খেলোয়াড়ের চোট ছিল। অনেকে আবার প্রতিযোগিতা চলার সময় ফর্ম এবং আত্মবিশ্বাস হারিয়েছে। তাই একাধিক বদল করতে বাধ্য হয়েছি।“  

১০ নম্বর ম্যাচ হয়ে গেলেও, এখনও পর্যন্ত সঠিক টিম কম্বিনেশন তৈরি করে উঠতে পারেনি কেকেআর। প্রায় প্রতি ম্যাচেই দলে একাধিক বদল দেখা গিয়েছে। টিম কম্বিনেশন নিয়ে চলছে কাটাছেঁড়া। এমনকি সঠিক ওপেনিং জুটিও ঠিক করে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত সব থেকে বেশি ২০ জন ক্রিকেটারকে মাঠে নামিয়েছে কলকাতা।

রাজস্থান রয়্যালস ম্যাচেও একাধিক পরিবর্তন করা হয়েছে দলে। ভেঙ্কটেশ আইয়ার বাদ পড়েছেন। হর্ষিত রানাকে আগের ম্যাচে প্রথম বারের মতো খেলানো হয়েছিল, তাঁকে এই ম্যাচে বাদ দেওয়া হয়। ‘রিটেন’ করা ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীকে তো প্রায় লুকিয়ে রাখতে হচ্ছে! প্রতিটা ম্যাচে দলে এত পরিবর্তনের কারণ কী?

এরপর তিনি আরও অজুহাত দিয়ে যোগ করেন, “ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচের চরিত্র অনুসারে অনুকূলকে দলে নেওয়া হয়। আসলে আমরা পাঁচ জন বোলার খেলাতে চেয়েছিলাম। এই উইকেটে শিভম মাভির রেকর্ড বেশ ভাল। এটা অবশ্যই ঠিক, পরিবর্তন চালিয়ে যাওয়াটা কাজের কথা নয়। তবে কখনও কখনও দলের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয়।“

এর পাশাপাশি দলের জয় নিয়ে তিনি বলেন, “আমরা দু-তিনটে ম্যাচ খুব সামান্য ব্যবধানে হেরেছি। অনেক সময়ই এমন পরিস্থিতিতে নিজেদের উপর বিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। কিন্তু ছেলেরা লড়াই করে সম্মান ছিনিয়ে নিয়েছে। আর এই রাতটা তো দুর্দান্ত। বিশেষ করে নীতীশ রানা এবং রিঙ্কু সিং-এর পারফরম্যান্স অনবদ্য। আশা করব ওরা আরও এগোবে এখান থেকে।“

সোমবার শ্রেয়স টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান। প্রথমে ব্যাট করে রাজস্থান ৫ উইকেটে ১৫২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে ৩ উইকেটে ১৫৮ রান তুলে ফেলে কলকাতা।

আরও পড়ুন: Rinku Singh, IPL 2022: ক্রিজে যাওয়ার আগে হাতে কী লিখেছিলেন KKR-এর ব্যাটার? জেনে নিন

আরও পড়ুন: IPL 2022, KKR vs RR: Narine-এর জঘন্য ফিল্ডিংয়ের পরেও ক্যাচ নিয়ে Buttler-কে ফেরালেন Shivam Mavi, ভিডিও ভাইরাল\

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.