পৈলানকে হারিয়ে অবনমনের ভূত তাড়াতে চান করিম
অবনমন বাঁচাতে এখনও মোহনবাগানের প্রয়োজন চার পয়েন্ট। আজ রবিবার তিন পয়েন্ট নিশ্চিত করতে আর্থার পাপাসের পৈলান অ্যারোজের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। চার্চিল ব্রাদার্স,পুনে এফসির কাছে পরপর দুটি ম্যাচে হেরে বিপাকে পড়া কোচ করিমের কাছে ফিরে আসার লড়াই এই অ্যারোজ ম্যাচই। বিপক্ষের চাপহীন ফুটবলই সবচেয়ে বড় প্রতিপক্ষ মোহনবাগানের।
অবনমন বাঁচাতে এখনও মোহনবাগানের প্রয়োজন চার পয়েন্ট। আজ রবিবার তিন পয়েন্ট নিশ্চিত করতে আর্থার পাপাসের পৈলান অ্যারোজের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। চার্চিল ব্রাদার্স,পুনে এফসির কাছে পরপর দুটি ম্যাচে হেরে বিপাকে পড়া কোচ করিমের কাছে ফিরে আসার লড়াই এই অ্যারোজ ম্যাচই। বিপক্ষের চাপহীন ফুটবলই সবচেয়ে বড় প্রতিপক্ষ মোহনবাগানের।
কল্যানীতে পৌঁছেই পৈলান অ্যারোজ ম্যাচের জন্য প্রস্তুতিতে নেমে পড়ে মোহনবাগান। চার্চিল ম্যাচের আগে পর্যন্ত আই লিগে টানা দশ ম্যাচে অপরাজিত ছিল মোহনবাগান। কিন্তু এক সপ্তাহের মধ্যেই বদলে গেল চিত্রটা। পরপর দুম্যাচ হেরে বেশ বেকায়দায় টোলগে-রা। যদিও করিম বেঞ্চিরিফা আশাবাদী যে তাঁর দল অবনমন বাঁচাবেই।
গত কয়েকমাসে ভাল পারফরম্যান্সের ধারাবহিকতায় দলের মধ্যে যে কিছুটা হলেও আত্মতুষ্টি গ্রাস করেছিল, তা মানছেন মোহনবাগান কোচ। তবে চাপের মধ্যে থেকে দলের বেরিয়ে আসার ব্যাপারেও আশাবাদী করিম।