আই লিগে বাড়ছে বিদেশি ফুটবলারদের সংখ্যা

আগামী আই লিগ থেকে বাড়তে পারে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা। বর্তমানে প্রতিটি ক্লাব চারজন করে বিদেশিকে রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু প্রথম একাদশে খেলতে পারেন তিনজন বিদেশি। পরবর্তী মরসুম থেকে প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে চারজন বিদেশি-কেই। ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল এই প্রস্তাব দিয়েছেন।

Updated By: Apr 27, 2013, 09:30 PM IST

আগামী আই লিগ থেকে বাড়তে পারে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা। বর্তমানে প্রতিটি ক্লাব চারজন করে বিদেশিকে রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু প্রথম একাদশে খেলতে পারেন তিনজন বিদেশি। পরবর্তী মরসুম থেকে প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে চারজন বিদেশি-কেই। ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল এই প্রস্তাব দিয়েছেন।
 
একইসঙ্গে দ্বিতীয় ডিভিসন আই লিগ আর ঘরোয়া লিগে বিদেশি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফেডারেশন সভাপতি। মে মাসে ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওযা হবে।

Tags:
.