IPL 2021: বড় ধাক্কা খেল Rajasthan Royals, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন Jofra Archer
বেন স্টোকসের পর এবার আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার৷
নিজস্ব প্রতিবেদন: নিঃসন্দেহে বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)৷ বেন স্টোকসের (Ben Stokes) পর এবার আইপিএল (IPL 2021) থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার (Jofra Archer)৷ শুক্রবার এমনটাই নিশ্চিত করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)৷
দিন দশেক আগেই ইসিবি জানিয়ে ছিল যে, হাতের অস্ত্রোপচারের পর ফের ট্রেনিং শুরু করতে পারেন আর্চার৷ এই খবর শুনে রাজস্থান তাঁর খেলার ব্যাপারে আশায় বুক বেঁধেছিল৷ কিন্তু এদিন ইসিবি-র বিবৃতিতে রাজস্থানের স্বপ্নভঙ্গ হলো৷ ইসিবি লিখেছে, "আগামী সপ্তাহ থেকে আর্চার সাসেক্সের সঙ্গে পুরোদমে ট্রেনিং শুরু করতে পারবে৷ আশা করা হচ্ছে ও যদি বল করার সময় আর কোনও যন্ত্রণা অনুভব না করে তাহলে আগামী দু'সপ্তাহের মধ্যে ও ক্রিকেটে ফিরতে পারবে৷ কবে আর কোন ম্যাচে আর্চারকে পাওয়া যাবে, তা ইসিবি জানিয়ে দেব এর মধ্যে৷"
An update on @Jofraarcher's fitness
(@englandcricket) April 23, 2021
২৬ বছরের বার্বাডোজের পেসার গত জানুয়ারিতে নিজের বাড়িতেই চোট পেয়েছিলেন। যার জন্য অস্ত্রোপচার হয় তাঁর। এছাড়াও দীর্ঘদিনের কনুইয়ের চোট ভোগাচ্ছে আর্চারকে। চোট নিয়েই ইংল্যান্ডের সঙ্গে ভারত সফরে এসেছিলেন আর্চার। টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় ডান কনুইয়ের চোট আরও বেড়ে যায়। দলের তারকা পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে না চেয়েই ইসিবি তাঁকে দেশে ফিরে আসতে বলে। আর্চার নিজের বাড়িতে এসেই দুর্ঘটনা ঘটান।রাজস্থান রয়্যালসের নয়া নিযুক্ত ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সঙ্গাকারা (Kumar Sangakkara) আগেই বলেছিলেন যে, আর্চারকে না পাওয়াটা তাঁদের জন্য বিরাট ধাক্কা৷