IPL 2021: এবার Pep Guardiola শিখতে চান ক্রিকেট! বন্ধু Virat Kohli র থেকে পেলেন জার্সি
বিশ্ববন্দিত ফুটবল ম্যানেজার পেপ গুয়ার্দিওলা শিখতে চান ক্রিকেট!
নিজস্ব প্রতিনিধি: বিশ্ববন্দিত ফুটবল ম্যানেজার পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ফুটবল জ্ঞান যে প্রশ্নাতীত, তা আর নতুন করে বলার কোনও প্রয়োজন নেই৷ স্প্যানিশ নাগরিকের কোচিং কেরিয়ারের বায়োডেটাই সেই কথা বলে দিচ্ছে৷ তবে পেপ সেভাবে ক্রিকেট খেলাটা জানেন না৷ শিখতে চান এই খেলার নিয়মকানুন! ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার (Manchester City)৷
ভিডিও-তে পেপের হাতে দেখা যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সি৷ পেপ জানিয়েছেন এই জার্সি তিনি বন্ধু বিরাট কোহলির (Virat Kohli) থেকেই পেয়েছেন৷ তবে পেপ এর সঙ্গে বিরাটের কাছে একটা অনুরোধও রেখেছেন৷ তিনি বলছেন এবার আরসিবি-র ক্যাপ্টেনকেও ম্যান সিটি-র জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডও পোস্ট করতে হবে৷
আরও পড়ুন: IPL 2021: COVID-19 যুদ্ধে জয়ী Axar Patel, এতদিন পর দলে ফিরে আপ্লুত দিল্লির তারকা
পেপ আগেই জানিয়েছেন যে, তিনি আরসিবি-র ফ্যান৷ বিরাটের টিম এখনও পর্যন্ত আইপিএলে একবারও ট্রফি পায়নি ঠিকই, কিন্তু আন্তর্জাতিক ফ্য়ানবেসে আরসিবি সবার ওপরে৷ পেপ-বিরাটের এই বিষয়টির মাঝেও রয়েছে জার্মান বহুজাতিক সংস্থা 'পুমা'র প্রচার৷ ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসডর কোহলি৷ ফলে এটাও বিজ্ঞাপনী প্রচারেরই অঙ্গ৷ এবারের আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে আরসিবি৷ টানা চার ম্যাচ জিতে আট পয়েন্টের সৌজন্যে বিরাটরা এখন লিগ টেবিলে সবার ওপরে। গত বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রাজস্থানের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছে বিরাট অ্যান্ড কোং।