এমন সম্মান গোটা ভারতে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পেলেন ঝুলন গোস্বামী

Updated By: Sep 8, 2017, 09:13 AM IST
এমন সম্মান গোটা ভারতে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পেলেন ঝুলন গোস্বামী

ওয়েব ডেস্ক: মহিলা ক্রিকেটারকে ডি লিট সন্মান প্রদান।বাংলা তো বটেই ভারতে প্রথম।বৃহস্পতিবার কল্যানী বিশ্ববিদ্যালয় ডি লিট সন্মান দিয়ে সন্মানিত করল প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমানে একদিনের ম্যাচে বিশ্বে সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন গোস্বামীকে।রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সান্মানিক ডি লিট তুলে দেন নদীয়া জেলার চাকদার প্রত্যন্ত গ্রামের মেয়ে ঝুলন গোস্বামীর হাতে।ভারতীয় এই পেসার হয়েছেন আই সি সি-র বর্ষসেরা ক্রিকেটার।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেয়েছেন অর্জুন পুরুস্কার।হয়েছেন পদ্মশ্রী।

আরও পড়ুন টালিগঞ্জ-রেনবো ম্যাচ গড়াপেটা হয়েছিল, দাবি ফিফার

কিন্তু শিক্ষাক্ষেত্র থেকে এইভাবে সন্মানিত হবেন তা স্বপ্নেও ভাবেননি একদিনের ম্যাচে বিশ্বে সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন গোস্বামী। বৃহস্পতিবার কল্যানী বিশ্ববিদ্যালয়ের ডি লিট সন্মান টি-২০ বিশ্বকাপের তাকে নতুন করে চ্যালেঞ্জ গ্রহন করার প্রেরনা উস্কে দিল বলে দাবি ঝুলন গোস্বামীর।

আরও পড়ুন  টিটোয়েন্টি ম্যাচে টসে হেরেছিলেন বিরাট, দেখুন সেই ভিডিও   

 

.