ভারত-পাকিস্তান ম্যাচ! অভিনন্দন বর্তমানকে নকল করে বিজ্ঞাপন বানাল পাক টিভি চ্যানেল

বিতর্ক ও সমালোচনা, দুই-ই হজম করতে হচ্ছে সেই পাক টিভি চ্যানেলকে। 

Updated By: Jun 12, 2019, 01:56 PM IST
ভারত-পাকিস্তান ম্যাচ! অভিনন্দন বর্তমানকে নকল করে বিজ্ঞাপন বানাল পাক টিভি চ্যানেল

নিজস্ব প্রতিবেদন : পারদ চড়ছে। আর তো মাত্র তিনদিন। তার পরই ভারত-পাকিস্তান ম্যাচ। লড়াই আর শুধু ২২ গজে নেই। টানটান উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরেও। বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল ইতিমধ্যে এই ম্যাচের জন্য আলাদা বিজ্ঞাপন বানিয়ে বাজারে ছেড়েছে। থিম সেই একই। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১৬ জুন ফাদার্স ডে- হিসাবে ব্যঙ্গ করেছে সম্প্রচারকারী চ্যানেল। অর্থাত, ভারত এখানে বাবা। পাকিস্তান ছেলে। অভিজ্ঞতা ও শক্তিতে বাবার কাছে ছেলেকে হারতে হয়েছে বারবার। এবার তাই হবে! ভারতীয় দল ম্যাচ জিতে প্রথা বজায় রাখবে! 

আরও পড়ুন-  ৯০০ টাকায় এক ঠোঙা ঝালমুড়ি! ওভাল স্টেডিয়ামের বাইরে হিট 'ঝালমুড়ি এক্সপ্রেস'

পাকিস্তানে বিশ্বকাপ সম্প্রচার করছে জ্যাজ টিভি। তারাই ওই বিজ্ঞাপন তৈরি করেছে। আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ- পাক সেনার একের পর এক প্রশ্নের জবাবে এই শব্দগুলোই বলেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। হাতে চায়ের কাপ নিয়ে পাক সেনার সঙ্গে অভিনন্দনের সওয়াল-জবাব পর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই বিজ্ঞাপনটিও সেই ভিডিয়োর উপর ভিত্তি করেই বানানো হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ভারতীয় দলের নীল রঙা জার্সি পরা অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হচ্ছে। তিনি অভিনন্দনের মতোই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন। তাঁকে এক কাপ চা খেতে দেওয়া হয়। চায়ের প্রশংসা করেন ওই ব্যক্তি। অভিনন্দন যেমন করেছিলেন। এরপরেই কাপ হাতে নিয়ে উঠতে দেখা যায় ওই ব্যক্তিকে। কিন্তু কাপটি তার হাত থেকে কেড়ে নেওয়া হয়। 

.