Jasprit Bumrah Comeback: দাপটের সঙ্গে বোলিং করছেন বুমরা, দিলেন দ্রুত কামব্যাকের ইঙ্গিত, দেখুন ভাইরাল ছবি

Jasprit Bumrah Comeback: ক্রিকেট পণ্ডিতদের দাবি, বুমার নাকি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন। রোজ আট থেকে দশ ওভার বোলিং করছেন। নেটে বুমরার আগুন ঝলসানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে বুমরার অ্য়াকশন দেখে একবারও মনে হচ্ছে না যে, তিনি কোনওরকম অস্বস্তি বোধ করছেন!এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সব ঠিক থাকলে বিশ্বকাপের আগেই বুমরাকে দেশের জার্সিতে দেখা যাবে আয়ারল্য়ান্ড সফরে।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 18, 2023, 07:17 PM IST
Jasprit Bumrah Comeback: দাপটের সঙ্গে বোলিং করছেন বুমরা, দিলেন দ্রুত কামব্যাকের ইঙ্গিত, দেখুন ভাইরাল ছবি
মাঠে নামার জন্য মুখিয়ে আছেন জসপ্রীত বুমরা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট সারিয়ে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) কি ফের টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপাবেন? চলতি বছর ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। এর আগে আবার এশিয়া কাপ (Asia Cup 2023)রয়েছে। এমন প্রেক্ষাপটে সবার মনে একটাই প্রশ্ন, কবে আবার বাইশ গজের যুদ্ধে ফিরবেন বুমরা। এরইমধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। নিজের বোলিংয়ের ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সফরে উড়ে যেতে পারেন এই তারকা জোরে বোলার। 

বুমরা তাঁর ইন্সটাগ্রামে বোলিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁর নেটে বোলিংয়ের কোলাজ দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ডিডি ডার্টি মানির গান ‘I’m Coming Home' চলে। তিনি এই পোস্টে বিসিসিআই-কে (BCCI) ট্যাগ করেন। এই হোম মানে যে তিনি জাতীয় দলকে বোঝাতে চেয়েছেন সেটা বুঝতে কারও সমস্যা হয়নি। পাশাপাশি বুমরাহের পোস্টের কমেন্টে ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে লেখা হয়, 'জাতীয় দলের হয়ে তোমাকে দেখার অপেক্ষায় আছি।'   

চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে। অস্ত্রোপচারের পরে টানা পড়ে আছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy)। গত আইপিএল-এর (IPL 2023) সময় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলের সঙ্গে তাঁকে দেখা গেলেও, মাঠে ফেরা নিয়ে কোনও খবর সামনে আসেনি। বিশ্বকাপের আগে তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখতে চেয়েছিলেন সমর্থকরা। এবার তিনি নিজেই তাঁর ফেরার ব্যাপারে ইঙ্গিত দিলেন।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

আরও পড়ুন: Top 10 Shortest Indian Cricketer in India: ছবিতে দেখে নিন টিম ইন্ডিয়ার ১০ বেঁটে ক্রিকেটার, তালিকায় গাভাসকর-সচিন-বিশ্বনাথ

আরও পড়ুন: Virat Kohli: ধোনিকে টপকে সচিনের কোন রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বিরাট? জানতে পড়ুন

ছবি দেখে ক্রিকেট পণ্ডিতদের দাবি, বুমার নাকি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন। রোজ আট থেকে দশ ওভার বোলিং করছেন। নেটে বুমরার আগুন ঝলসানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে বুমরার অ্য়াকশন দেখে একবারও মনে হচ্ছে না যে, তিনি কোনওরকম অস্বস্তি বোধ করছেন!এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সব ঠিক থাকলে বিশ্বকাপের আগেই বুমরাকে দেশের জার্সিতে দেখা যাবে আয়ারল্য়ান্ড সফরে। অগাস্টে 'পান্না দ্বীপে' যাচ্ছে টিম ইন্ডিয়া।  ১২ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আয়ারল্যান্ডে যাচ্ছে ভারত। গকবার হার্দিক পাণ্ডিয়া অ্যান্ড কোং হোয়াইটওয়াশ করেছিল আইরিশদের। আয়ারল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে মালাহাইডে। ডাবলিনের উপকণ্ঠে ১৮ থেকে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে কুড়ি ওভারের ফরম্যাটে দুই দলের ব্যাট-বলের ব্যাটল। সেই সিরিজেই নাকি দেখা যাবে বুমরাকে! 

গত জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে একদিনের ম্যাচ খেলার সময় পিঠে চোট পান বুমরা। এরপর তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফিট না হওয়ার জন্য এশিয়া কাপ পর্যন্ত খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কামব্যাক করেছিলেন বুমরা। তবে প্রথম ম্যাচে তিনি খেলেননি। তখন থেকেই তাঁর চোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বাকি দুটি ম্যাচে খেললেও, তাঁর পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামা তো অনেক দূরের কথা, দল থেকে সোজা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলে যান তিনি। যদিও টসের সময় রোহিত জানিয়ে ছিলেন যে, বুমরার হালকা চোট রয়েছে। তাই তিনি মাঠে নামতে পারেননি। বুমরার বদলে ভারত সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামিয়েছিল দীপক চাহারকে। যিনি বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড-বাই হিসেবে গিয়েছিলেন দলের সঙ্গে। বুমরাকে ভোগাচ্ছে ‘স্ট্রেস ইঞ্জুরি’। তাড়াহুড়ো করে মাঠে নামলে ফের চোট লাগার আশঙ্কা থেকেই যাবে। ফলে বুমরার ভবিষ্যতের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এনসিএ-তে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেই ফিট সার্টিফিকেট নিতে হবে বুমরাকে। বুমুবুমের মাঠে ফেরার অপেক্ষায় ফ্যানরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.