Mohammedan Sporting, CFL 2023: পাঠচক্রকে ৪ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান

প্রথম ম্যাচে সিআরসি-কে প্রতিপক্ষকে ৭-০ গোলে হারিয়েছিল মহামেডান। এরপর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। আর এবার বিপক্ষের জালে ৪ গোল দিল সাদা-কালো বাহিনী। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 18, 2023, 06:37 PM IST
Mohammedan Sporting, CFL 2023: পাঠচক্রকে ৪ গোলে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক করল মহামেডান
জয়ের হ্যাটট্রিক করার পর সাদা-কালো শিবিরের উল্লাস। ছবি: মহামেডান স্পোর্টিং

মহামেডান: ৪ (ডেভিড, বিকাশ, ব্যারেটো, সুজিত)
পাঠচক্র: ০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাপটের সঙ্গেই এবারের কলকাতা লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। মঙ্গলবার অর্থাৎ ১৮ জুলাই, নিজেদের ঘরের মাঠে পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো শিবির। আর এই জয়ের সুবাদে চলতি প্রতিযোগিতায় হ্যাটট্রিক করল গতবারের চ্যাম্পিয়ন দল। 

প্রথম ম্যাচে সিআরসি-কে প্রতিপক্ষকে ৭-০ গোলে হারিয়েছিল মহামেডান। এরপর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। আর এবার বিপক্ষের জালে ৪ গোল দিল সাদা-কালো বাহিনী। 

আরও পড়ুন: Top 10 Shortest Indian Cricketer in India: ছবিতে দেখে নিন টিম ইন্ডিয়ার ১০ বেঁটে ক্রিকেটার, তালিকায় গাভাসকর-সচিন-বিশ্বনাথ

আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan: অন্তর্বর্তী জামিন পেলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বহু বিতর্কিত ব্রিজভূষণের ভাগ্য নির্ধারণ!

এদিন পাঠচক্রের বিরুদ্ধে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ফুটবলাররা। যার প্রতিফলন ঘটল মাঠেও। দুই অর্ধেই দাপটের সঙ্গে খেললেন তাঁরা। প্রতিপক্ষকে আক্রমণের কার্যত কোনও সুযোগই দিলেন না।

এখনও পর্যন্ত কোনও পয়েন্ট পায়নি পাঠচক্র। তাই এই ম্যাচে নিজেদের সবটা উজার করে দিয়েছিল তারা। কিন্তু মহামেডানের শক্তিশালী ফরোয়ার্ড লাইনের সামনে অসহায় আত্মসমর্পণই করতে হল পাঠচক্রকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.