Jasprit Bumrah: প্রতিদিন সাত ওভার বোলিং করে বুমরা কি বিশ্বকাপ খেলতে পারবেন? দেখে নিন চোটের টাইমলাইন

গত সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন বুমরা। বেশ কয়েকবার চেষ্টা চালানো হলেও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। গত মার্চ মাসে অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এই মুহর্তে এনসিএ-তে ভিভিএস লক্ষণের তত্ত্বাবধানেই রয়েছেন বুমরা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 28, 2023, 07:10 PM IST
Jasprit Bumrah: প্রতিদিন সাত ওভার বোলিং করে বুমরা কি বিশ্বকাপ খেলতে পারবেন? দেখে নিন চোটের টাইমলাইন
কবে মাঠে নামবেন জসপ্রীত বুমরা? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। গত বছর সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) এই তারকা ক্রিকেটার। পিঠে অস্ত্রোপচারের পর গত কয়েক মাস ধরে তাঁর ঠিকানা বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy)। শোনা যাচ্ছে জাতীয় দলে কামব্যাক করার জন্য বুমরা নাকি প্রতিদিন নেটে সাত ওভার বোলিং করছেন! এমন পেক্ষাপটে সবার মনে একটাই প্রশ্ন, বুমরা কি রোজ সাত ওভার বোলিং করে অক্টোবর থেকে শুরু হতে চলা বিশ্বকাপ খেলতে পারবেন? নাকি এর আগে আয়ারল্যান্ডের (India Tour Of Ireland) বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে দেখে নিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Drabid)। তবে সেটা তাঁর পুরো ফিট হওয়ার উপরেই নির্ভর করছে। কারণ শোনা যাচ্ছে বুমরা নাকি এই মুহূর্তে মাত্র ৭০ শতাংশ ফিট। 

শোনা গিয়েছিল যে আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধেই নাকি ভারতীয় দলে ফিরতে পারেন বুমরা। কিন্তু এখনই বিসিসিআই তাঁকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে নারাজ নয়। কারণ ১০০ শতাংশ সুস্থ না হলে যে তাঁকে মাঠে ফেরাতে চায় না বিসিসিআই, সেটা তা এখন স্পষ্ট। গত ১৫ এপ্রিল বুমরার ফিটনেস নিয়ে শেষ আপডেট দিয়েছিল বিসিসিআই। এরপর থেকে তাঁর ফিটনেসের ব্যাপারে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয় নি। তাই ভারতীয় দলে তাঁর ফেরা নিয়ে ধাঁয়াশা কাটছে না।

বিসিসিআই একটি সূত্র পিটিআই-এর কাছে দাবি করেছেন, "এই ধরনের চোটের জন্য কোনও টাইমলাইন সেট করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। কারণ ক্রমাগত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তবে এটা বলা যেতে পারে যে, বুমরা দ্রুত সেরে উঠছে এবং এনসিএ-র নেটে তিনি দিনে সাত ওভার বল করছে।" সেই সূত্রের আরও দাবি, "বুমরা আগামী মাস থেকে কয়েকটি অনুশীলন ম্যাচ (এনসিএ-তে) খেলবে, এবং তারপর ওর ফিটনেসের একটি নিবিড় মূল্যায়ন করা হবে।" 

আরও পড়ুন: Jonny Bairstow, The Ashes 2023: প্রতিবাদকারীকে চ্যাংদোলা করে মাঠের বাইরে পাঠালেন 'বাহুবলী' বেয়ারস্টো! হেসে লুটোপুটি খেলেন অশ্বিন

আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদে হোটেল ভাড়া একদিনে ৪০ থেকে ৮০ হাজার! ভারত-পাক মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

গত সেপ্টেম্বর থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন বুমরা। বেশ কয়েকবার চেষ্টা চালানো হলেও পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। গত মার্চ মাসে অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এই মুহর্তে এনসিএ-তে ভিভিএস লক্ষণের তত্ত্বাবধানেই রয়েছেন বুমরা। একইসঙ্গে স্পোর্টস সাইন্স বিভাগের চেয়ারম্যান নীতিন প্যাটেলও কড়া  পর্যবেক্ষণে রেখেছেন বুমরাকে।

বিসিসিআই-এর সৌজন্যে নিউজিল্যান্ডে (New Zealand) গিয়ে ইতিমধ্যেই পিঠের অস্ত্রোপচার করিয়েছেন তারকা জোরে বোলার। নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন (Rowan Schouten) তাঁর অস্ত্রোপচার করেছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ও বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সদস্যরা এই ডাক্তারের সঙ্গে কথাবার্তা সেরে রেখেছিলেন। এর আগে জফ্রা আর্চার (Jofra Archer) ও শেন বন্ড (Shane Bond), জেমস প্যাটিনসন (James Pattionson) অস্ত্রোপচারও এই অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন করেছিলেন। 

গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছিলেন বুমরা। আর এরপর তাঁর অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছিল। ফলে তাঁর পুরো ফিট হতে আরও কিছু দিন লাগবে। এহেন বুমরা বিশ্বকাপে মাঠে নামতে পারেন কিনা, সেটাই দেখার।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.