Virender Sehwag | Umran Malik: 'ওর তো লেন্থেরই ধারণা নেই'! তোপ বীরুর, পিঠ বাঁচতে দলকে দায়ী করলেন উমরান
Virender Sehwag Criticizes Sunrisers Umran Malik's Inconsistent Length Despite Working With Dale Steyn: উমরান মালিক বিগত দুই মরসুমের ছায়া হয়ে বিরাজ করেছেন আইপিএল সিক্সটিনে। লাইন-লেন্থ তাঁকে ধুঁকতে হয়েছে। উমরানকে এবার ধুয়ে দিলেন বীরেন্দ্র শেহওয়াগ। পিঠ বাঁচতে দলকে দুষলেন উমরান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ ম্যাচে মোট ৮ পয়েন্ট। অর্থাৎ চারটি জয়, দশটি হার। সবার নীচে থেকেই আইপিএল (IPL 2023) শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad, SRH)। নতুন অধিনায়ক এডেন মারক্রম এসেও দলের ভাগ্য়ের চাকা ঘোরাতে পারেননি। আর সানরাইজার্স বললেই চলে আসে উমরান মালিকের (Umran Malik) নাম। বছর তেইশের পেসার আইপিএল অভিষেকেই তাঁর এক্সপ্রেস গতিতে ঝড় তুলেছিলেন। আলোড়ন ফেলে দিয়েছিলেন বাইশ গজে। অনায়াসে ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করতে পারেন 'গতিদানব'। গত মরসুমে ১৪ ম্য়াচে নিয়েছিলেন ২২ উইকেট। এই মরসুমে আট ম্যাচ খেলে পেয়েছেন পাঁচ উইকেট। এককথায় উমরান ফ্লপ। এবার তিনি বিগত দুই মরসুমের ছায়া হয়ে বিচরণ করেছেন আইপিএলে। সানরাইজার্সের বোলিং কোচ কিংবদন্তি ডেইল স্টেইন (Dale Steyn)। স্টেইনের সঙ্গে কাজ করেও কী করে উমরান তাঁর লাইন-লেন্থের ধারণা পান না! এই মর্মেই তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।
আগুনে জোরে বোলিংয়ের জন্যই টিম ইন্ডিয়ার দরজা খুলে গিয়েছিল 'শ্রীনগর এক্সপ্রেস'-এর। কিন্তু দেশের হয়ে ৮টি একদিনের ম্যাচ ও সমসংখ্যক টি-টোয়েন্টি খেলার পরেও, নিজের জায়গা নিশ্চিত করতে পারেননি উমরান। কারণ গতি থাকলেও, তাঁর লাইন-লেন্থ একেবারেই ভালো নয়। সেইজন্য একাধিক ক্রিকেট পণ্ডিত তাঁর সমালোচনা করেছেন। বীরুও সেই পথেই উমরানকে বিঁধলেন। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শেহওয়াগ বলেন, 'ও যদি দক্ষিণ আফ্রিকার পেসার হত, তাহলে বুঝতাম যে, ফুল লেন্থে বল করতে চাইছে না। কিন্তু উমরান মালিকের সমস্যাই হচ্ছে ও লেন্থ নিয়ে ভুগেই চলেছে। ওর সেরকম অভিজ্ঞতাও নেই। হতে পারে ও ডেইল স্টেইনের সঙ্গে প্রচুর কাজ করেছে। কিন্তু ওর তো লেন্থের ধারণাই নেই! স্টেইনের সঙ্গে এতদিন কাজ করছে, ওর তত্ত্বাবধানে শিখছে, তবুও বারবার একই ভুল করে উমরান।'
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লিগের শেষ ম্য়াচে নামার আগে উমরান বলেছিলেন, 'গতবছর আমি সব ম্যাচ খেলে প্রতিটি ওভার করেছি। কিন্তু এবার কম বল করে পাঁচ উইকেট পেয়েছি। আমি যখন খেলছিলাম না, তখন কঠিন পরিশ্রম করেছি। আশা করি আমি মুম্বইয়ের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারব। আমার গতিতে কোনও প্রভাব পড়েনি। যদি মাত্র দু'ওভারই বল করি, তাহলে ব্য়াটারি গরম করার জন্য আমার বেশ কিছু ওভার প্রয়োজন। তাহলেই গতি আসে। ঠিক লাইনে, ভালো গতিতে বৈচিত্র্যের সঙ্গেই বল করার চেষ্টা করছি। দলের প্রয়োজনে আমি উইকেট নেওয়ার চেষ্টা করি। সেটা না পারলে চেষ্টা করি রানের গতি কমানোর।' মুম্বইয়ের বিরুদ্ধে উমরান মাত্র তিন ওভার বল করে দিয়েছিলেন ৪১ রান। পাননি একটিও উইকেট।