KKR: 'সবুজ-মেরুন' লখনউয়ের কাছে হেরেই কলকাতার আইপিএল এবারের মতো শেষ!
Lucknow Super Giants beats Kolkata Knight Riders By 1 Run: শেষ ম্যাচে মাত্র এক রানের জন্য হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়েন্টস চলে গেল প্লে-অফে। গুজরাত-চেন্নাইয়ের পর তৃতীয় দল হিসেবে তারা গেল শেষ চারে। এবার লড়াই চতুর্থ দলের প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে ( IPL 2023) লিগের শেষ ম্যাচে শনিবার, কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) 'মিরাকল' করতে হবে। লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআরের মাথায় অলৌকিক শব্দটাই ঘুরছিল। অস্বাভাবিক কিছু ঘটলেই কেকেআরের প্লে-অফের আশা অল্প হলেও বেঁচে থাকত। তবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) কোনও 'মিরাকল' ঘটল না! কলকাতা এক রানে লখনউয়ের কাছে হেরে গেল। এই হারের সঙ্গেই দু'বারের চ্যাম্পিয়ন দলের এবারের মতো আইপিএল অভিযান থামল। অন্যদিকে লখনউ তৃতীয় দল চলে গেল প্লে-অফে। গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে এক আসনে বসল। এবার চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স।
এদিন কিন্তু কলকাতা জিতলেও খুব একটা শান্তিতে থাকতে পারত না। কারণ তাদের ভাগ্য এমন জায়গায় এসে দাঁড়িয়েছিল যে, খেলা নয় যেন অংকের পরীক্ষায় চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। চর্চিত 'মিরাকল' থিওরিতে কী কী শর্ত ছিল কেকেআরের? লখনউকে হারিয়ে জিতে ১৪ পয়েন্টে আসতে হবে। রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে এক আসনে বসা যাবে। কিন্ত তাতেও নেটরানরেট ইস্যু থেকেই যাচ্ছে। এছা়ড়াও প্রথমে ব্যাট করে ন্যূনতম ১০৩ রানের ব্যবধানে জেতার শর্ত ছিল। অন্যদিকে পরে ব্যাট করলে নয় ওভারে ম্যাচ জিততে হত। এখানেই শেষ নয়, কেকেআরের কপাল চও়়ড়া করার জন্য মুম্বই ও আরসিবি-কে তাদের গ্রুপ লিগে শেষ ম্যাচে হারতে হবে। এত হিসেব কখনই মিলত না। তা বলে দেওয়া যেতেই পারে। যতই অঘটন শব্দ থাকুক না ক্রিকেটে।