David Warner: বিরাটের নাম মুছে ইতিহাস লিখলেন ওয়ার্নার, যা করলেন, তা এর আগে কেউ করেননি!

David Warner Becomes First Batsman To Achieve This IPL Milestone:  ডেভিড ওয়ার্নার যা করলেন, তা এর আগে আইপিএলে কোনও ক্রিকেটার করতেও পারেননি। ওয়ার্নার বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন অনেকটা।  

Updated By: May 20, 2023, 10:38 PM IST
David Warner: বিরাটের নাম মুছে ইতিহাস লিখলেন ওয়ার্নার, যা করলেন, তা এর আগে কেউ করেননি!
মারমুখী ওয়ার্নার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেভিড ওয়ার্নারের (David Warner) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) চলতি আইপিএল (IPL 2023) থেকে বিদায়ঘণ্টা অনেক আগেই বেজে গিয়েছিল, তবে শনিবার অর্থাৎ আজ ছিল দিল্লির লিগ পর্যায়ে শেষ ম্যাচ তথা ক্রোড়পতি লিগে এবারের মতো শেষবার মাঠে নামা। নিয়মরক্ষার ম্যাচে ওয়ার্নার অ্যান্ড কোং নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) খেলেছিল এমএস ধোনির (MS Dhoni) মহাশক্তিধর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (Chennai Super Kings)। চেন্নাই টস জিতে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২২৩ রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয়। ৭৭ রানে ম্যাচ জিতে নেয় সিএসকে। দিল্লির ব্যাটারদের মধ্যে একমাত্র লড়াই করেছিলেন অধিনায়ক ওয়ার্নারই। ৫৮ বলে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন অজি মহারথী। আর দলের বিদায়বেলায় ওয়ার্নার ইতিহাল লিখে গেলেন দিল্লিতে। আইপিএলে তিনি এমন মাইলস্টোন করলেন, যা এর আগে কোনও ক্রিকেটার করতে পারেননি। ওয়ার্নার ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকেও (Virat Kohli)।

আরও পড়ুন: MS Dhoni | CSK: ১৬ বছরে ১২ বার প্লে-অফ! সাফল্যের রেসিপি কি? রহস্যভেদ করলেন ধোনি

কী করলেন ওয়ার্নার? দিল্লি অধিনায়ক ও আইপিএলের অন্যতম কিংবদন্তি ফের একবার ৫০০ রান করলেন এক আইপিএল মরসুমে। ১৪ ম্য়াচে করেছেন ৫১৬ রান। ওয়ার্নার আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সাত মরসুমে ৫০০ রান করার নজির গড়লেন। ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ সালে ওয়ার্নারের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৫০০-র ওপর। গতবছর ওয়ার্নার করেছিলেন ৪৩২ রান। ওয়ার্নারের পর রয়েছেন কোহলি। ব্যাটিং মায়েস্ত্রো ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালে ৫০০ প্লাস রান করেছিলেন।শিখর ধাওয়ান (২০১২, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১) ও কেএল রাহুল (২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২) আইপিএলে পাঁচ মরসুম পাঁচশোর বেশি রান করেছেন। অনেক আগেই জানা গিয়েছিল যে, গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত ঋষভ পন্থের পক্ষে আইপিএল খেলা সম্ভব হবে না। দিল্লি ওয়ার্নারের কাঁধেই গুরুদায়িত্ব দিল। অন্যদিকে ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে করা হয়েছে ওয়ার্নারের ডেপুটি অর্থাৎ ভাইস-ক্যাপ্টেন। ওয়ার্নারের বায়োডেটা আর আইপিএল ফ্যানদের দেওয়ার কোনও প্রয়োজন নেই, যে ক'জন বিদেশি ক্রিকেটারকে ভারতীয়রা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, ওয়ার্নার তাঁদের মধ্যে অন্যতম। ক্রোড়পতি লিগের তিনি তৃতীয় সর্বোচ্চ রানশিকারি। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.