IPL 2023, DC vs CSK: ডেভন কনওয়ে-দীপক চাহারের দাপটে দিল্লিকে ৭৭ রানে উড়িয়ে প্লে-অফে ধোনির চেন্নাই

২২৪ রান চেজ করতে নেমে পাওয়ার-প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। ৪.৫ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। যদিও একটা দিক আগলে রেখে ৫৮ বলে ৮৬ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 20, 2023, 08:06 PM IST
IPL 2023, DC vs CSK: ডেভন কনওয়ে-দীপক চাহারের দাপটে দিল্লিকে ৭৭ রানে উড়িয়ে প্লে-অফে ধোনির চেন্নাই
ফের একবার আইপিএল-এর প্লে-অফে ধোনির চেন্নাই। ছবি: টুইটার

সিএসকে: ২২৩-৩ (কনওয়ে ৮৭, রুতুরাজ  ৭৯)
দিল্লিঃ: ১৪৬-৯ (ওয়ার্নার ৮৬, দীপক ২২/৩)
সিএসকে ৭৭ রানে জয়ী।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর প্লে-অফে কোয়ালিফাই করতে পারেননি দলটা। ফলে অনেকেই 'ড্যাডিস আর্মি' নাম দিয়ে বাদের তালিকায় ফেলে দিয়েছিল। তবে এবারের আইপিএল-এ (IPL 2023) ফের স্বমহিমায় ফিরল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। শনিবার অর্থাৎ ২০ মে দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৭৭ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল 'ইয়েলো আর্মি'। এর আগে প্রথম দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করেছিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans)। 

টসে জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন 'ক্যাপ্টেন কুল' (Captain Cool)। তাঁর সিদ্ধান্তের যোগ্য সম্মান দেন দুই সিএসকে (CSK) ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) এবং রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দুই ওপেনারের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ১৪.৩ ওভারেই ১৪১ রান তুলে দেয় সিএসকে। দু'জনের মারকুটে ব্যাটিংয়ের জন্য সেখানেই ম্যাচ থেকে হারিয়ে যায় দিল্লি। বাঁহাতি কনওয়ে ৫২ বলে ৮৭ এনং ঋতুরাজ ৫০ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের কনওয়ের ইনিংস ১১টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজানো ছিল। অন্যদিকে রুতুরাজের ইনিংস ৩টি চার ও ৭টি ছক্কা দিয়ে সাজানো ছিল। শেষদিকে শিবম দুবে ৯ বলে ২২ এবং রবীন্দ্র জাদেজা ৭ বলে ২০ রান করে যান। ফলে নির্বাধিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৩ রান তোলে চেন্নাই। 

আরও পড়ুন: Chris Gayle And Virat Kohli, IPL 2023: ক্রোড়পতি লিগের মঞ্চে বিরাটের ষষ্ঠ শতরান, কী বললেন 'ইউনিভার্স বস'? জানতে পড়ুন

আরও পড়ুন: Sunil Gavaskar, IPL 2023: আইপিএল-এর নিয়ম নিয়ে ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকর

এরপর ২২৪ রান চেজ করতে নেমে পাওয়ার-প্লেতেই ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। ৪.৫ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। যদিও একটা দিক আগলে রেখে ৫৮ বলে ৮৬ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner)। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ছাড়া আর কেউই বাইশ গজে চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি। ফলে দিল্লির ইনিংস ৯ উইকেটে ১৪৬ রানে আটকে যায়। ২২ রানে ৩ উইকেট নেন দীপক চাহার (Deepak Chahar)। দুটি করে উইকেট নিয়েছেন মহেশ থিকশানা (২৩/২) ও মাথিসা পাথিরানা (২২/২)। 

এই জয়ের ফলে চেন্নাইয়ের প্লে-অফে খেলা নিশ্চিত। যদিও দ্বিতীয় হওয়াতে সরকারি সিলমোহর পেতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে ধোনি ব্রিগেডকে। কেকেআর বনাম লখনউ ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ারা যদি হারেন বা ছোট ব্যবধানে জেতেনও, তাতেও দ্বিতীয় স্থান নিশ্চিত চারবারের চ্যাম্পিয়নদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.