IPL Auction 2022: দল গঠনের নামে কি প্রহসন করল Kolkata Knight Riders? দেখে নিন

নিলাম টেবিলে অদ্ভুত সিদ্ধান্ত নিল নাইট থিঙ্কট্যাঙ্ক। 

Updated By: Feb 14, 2022, 09:59 AM IST
IPL Auction 2022: দল গঠনের নামে কি প্রহসন করল Kolkata Knight Riders? দেখে নিন
নিলাম টেবিলে অদ্ভুত সিদ্ধান্ত নিল নাইট থিঙ্কট্যাঙ্ক। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: গত দুই দিনের আইপিএল মেগা নিলামের (IPL Auction 2022) পর একটা প্রশ্নই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ৯০ কোটি টাকা খরচ করে এই নতুন কলকাতা নাইট রাইডার্স ((Kolkata Knight Riders) আদৌ বাকি নয় দলের সঙ্গে পাল্লা দিতে পারবে তো! ক্রিকেট পন্ডিতদের মতে ভেঙ্কী মাইসোর ও তাঁর দলবল আইপিএল-এর নিলাম টেবিলে দল গঠনের নামে প্রহসন করেছেন। নিলাম মঞ্চ থেকে নেওয়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও প্যাট কামিন্স (Pat Cummins) ছাড়া এই দলে ম্যাচ উইনার কোথায়!তাও অস্ট্রেলিয়ার অধিনায়ক সাদা বলের ক্রিকেটে একেবারেই আহামরি পারফর্মার নন। ইতিহাস ও পরিসংখ্যান সেই ইঙ্গিত দিচ্ছে। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) প্রতি বাকি দলগুলো উৎসাহ না দেখালেও, কেকেআর এই ব্যাটারকে নিল! উমেশ যাদবের পেস থাকলেও তিনি ফরম্যাটে বিশাল কিছু করতে পারেননি। উইকেটকিপার বাছাইয়ের ক্ষেত্রেও অদ্ভুত সিদ্ধান্ত। ঋদ্ধিমান সাহা-কে এড়িয়ে যাওয়া হল। কলকাতার হয়ে কিপিং করবেন জীবাশ্ম হয়ে যাওয়া ইংল্যান্ডের স্যাম বিলিংস! সঙ্গে  শেলডন জ্যাকসন ও বাবা ইন্দ্রজিৎ। রিঙ্কু সিং-কে নিয়ে যত কম শব্দ লেখা যায় ততই ভাল। 

শাহরুখ খান-জুহি চাওলার দল নাইট রাইডার্স মোট চারজন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও বেঙ্কটেশ আইয়ার। তাঁরা ছাড়া নিলাম থেকে আরও ২১ জন ক্রিকেটারকে নিল কেকেআর। সব মিলিয়ে ২৫ জনের দল গড়ল কলকাতা। মোট ৮৯ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ করেছে নাইট শিবির। ফলে নিলামের শেষে হাতে রইল ৪৫ লক্ষ টাকা। শেষ দিন অজিঙ্ক রাহানে, উমেশ যাদব, মহম্মদ নবি, স্যাম বিলিংসের মতো এমন কিছু ক্রিকেটারকে কলকাতা নিল, টি-টোয়েন্টি ফরম্যাটে যাঁদের পারফরম্যান্স নিম্নমুখী। 

আরও পড়ুন: IPL Auction 2022, Exclusive: '৩৭ বছর বয়স নয়, ফর্ম-ফিটনেস ফ্যাক্টর', ফের বিস্ফোরক Wridhhiman Saha

আরও পড়ুন: Writtick Chatterjee, Exclusive: আইপিএলে সুযোগ পেয়েও বাংলার অলরাউন্ডারের লক্ষ্য রঞ্জি ট্রফি

দেখে নেওয়া যাক এবারের কেকেআর দল:  

ব্যাটার: অভিজিৎ তোমর (৪০ লক্ষ টাকা), প্রথম সিং (২০ লক্ষ টাকা), রমেশ কুমার (২০ লক্ষ টাকা), অ্যালেক্স হেলস (১.৫ কোটি টাকা), অজিঙ্কা রাহানে (১ কোটি টাকা), শ্রেয়স আইয়ার (১২.২৫ কোটি টাকা), রিঙ্কু সিং (৫৫ লক্ষ টাকা)

বোলার: রশিক সালাম (২০ লক্ষ টাকা), অশোক শর্মা (৫৫ লক্ষ টাকা), সুনীল নারাইন (৬ কোটি টাকা), টিম সাউদি (১.৫ কোটি টাকা), উমেশ যাদব (২ কোটি টাকা)

অলরাউন্ডার: অনুকূল রায় (২০ লক্ষ টাকা), শিবম মাভি (৭.২৫ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (৮ কোটি টাকা), আমন খান (২০ লক্ষ টাকা), মহম্মদ নবি (১ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), প্যাট কামিন্স (৭.২৫ কোটি টাকা), নীতিশ রানা (৮ কোটি টাকা), চামিকা করুণারত্নে (৫০ লক্ষ টাকা), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি টাকা)

উইকেটকিপার: শেলডন জ্যাকসন (৬০ লক্ষ টাকা), স্যাম বিলিংস (২ কোটি টাকা), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ টাকা) 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.