IPL 2022: ছন্দ হারানো Virat Kohli-কে কী পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন

গত মরসুমে বিরাট সব ম্যাচে ওপেন করেছিলেন। ১৫ ম্যাচে ৩৩৯ রান করেন। ২০২০ সালে তিনে ব্যাট করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।   

Updated By: Mar 25, 2022, 05:04 PM IST
IPL 2022: ছন্দ হারানো Virat Kohli-কে কী পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন
বিরাটকে শাস্ত্রীয় পরামর্শ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বড় রান পেতে বিরাট কোহলিকে (Virat Kohli) ওপেন করতে বললেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের দাবি, আসন্ন আইপিএল-এ বিরাট ওপেন করলে দুটি সমস্যার সমাধান হবে। 

এর আগেও ওপেনার হিসেবে সাফল্য পেয়েছিলেন 'কিং কোহলি'। সেই প্রসঙ্গ টেনে এনে শাস্ত্রী বলেন, "বিরাট তো এর আগেও আরসিবি-র হয়ে ওপেন করেছে। সাফল্য পেয়েছে। এ বার আরসিবি-র মিডল অর্ডার কেমন সেই ব্যাপারে নিশ্চিত ধারণা নেই। তবে আমার মতে নিজের ছন্দে ফিরে আসা ও দলের ভারসাম্য রক্ষা করার জন্য বিরাটকে ওপেন করা উচিত।"  

গত মরসুমে বিরাট সব ম্যাচে ওপেন করেছিলেন। ১৫ ম্যাচে ৩৩৯ রান করেন। ২০২০ সালে তিনে ব্যাট করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তিনে নামার তুলনায় ওপেনিংয়ে তিনি অনেক বেশি সক্রিয়। তাঁর রান করার গতিও অনেক বেশি।

আরও পড়ুন: IPL 2022: 'Mohammed Shami ভয়ঙ্কর', বিপক্ষদের সতর্ক করলেন Ashish Nehra

আরও পড়ুন: IPL 2022: MS Dhoni-র কাছ থেকে কোন গুণ রপ্ত করেছেন Faf du Plessis? জানালেন নিজেই

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.