IPL 2022: 'Mohammed Shami ভয়ঙ্কর', বিপক্ষদের সতর্ক করলেন Ashish Nehra

এই মরসুমে দুই নতুন দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স আইপিএলে যুক্ত হয়েছে। ২৮ মার্চ একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে দুই নতুন দলের আইপিএল সফর। এর আগে নিজের দলের প্রধান অস্ত্রকে প্রশংসায় ভরিয়ে দিলেন আশিস নেহরা। 

Updated By: Mar 25, 2022, 04:22 PM IST
IPL 2022: 'Mohammed Shami ভয়ঙ্কর', বিপক্ষদের সতর্ক করলেন Ashish Nehra
মহম্মদ শামির পাশে আশিস নেহরা।

নিজস্ব প্রতিবেদন: মহম্মদ শামি (Mohammed Shami) আদৌ জাতীয় দলে (Team India) সীমিত ওভারের ফরম্যাটে সুযোগ পাবেন? চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) তাঁকে দলে নেওয়া হবে? তাঁকে নিয়ে বিস্তর আলচনা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শামির জায়গা হবে কিনা এখনই বলা যাচ্ছে না। বরং জসপ্রীত বুমরার (Jasprti Bumrah) সঙ্গে দীপক চাহার (Deepak Chahar), শার্দুল ঠাকুরের (Shardul Thakur) উপরেই বাড়তি ভরসা রাখছে জাতীয় নির্বাচক কমিটি। তবে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হেড কোচ আশিস নেহরা (Ashish Nehra) কিন্তু শামির পাশে থাকছেন। তাঁর মতে আসন্ন আইপিএল-এ ( IPL 2022) দাপট দেখাতে পারেন 'সহেসপুর এক্সপ্রেস'। 

শামির প্রশংসা করতে গিয়ে নেহরা বলেন, "অনেকে হয়তো বলবে ওর সাদা বলের ক্রিকেটে রেকর্ড খুব একটা ভাল নয়। তবে দিনের শেষে কাকে কেমনভাবে ব্যবহার করা হচ্ছে, সেতার উপর অনেক কিছু নির্ভর করে। আমরা এখানে এমন একজনের কথা বলছি যে বহুদিন ধরে ভাল পারফর্ম করে আসছে। আমার মতে জাতীয় দলে শামির অবদান জসপ্রীত বুমরার থেকে কোনও অংশে কম নয়।" 

নেহরা ফের যোগ করেন, "শামিকে আমি একেবারে জসপ্রীত বুমরাহ সমকক্ষ মনে করি। সাদা বলের ক্রিকেটে টি-টোয়েন্টি বা ওয়ান ডে, যাই হোক না কেন, বুমরা-র ইকোনমি হয়তো ৭.৫ এবং শামি ৮.২, ৮.৫ ইকোনমিতে বল করে। তবে শামির স্ট্রাইক রেট দেখুন। ও একজন উইকেটশিকারী। সেটা এ বারের আইপিএল-এ শামি ফের প্রমাণ করে দেবে।" 

এই মরসুমে দুই নতুন দল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স আইপিএলে যুক্ত হয়েছে। ২৮ মার্চ একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে দুই নতুন দলের আইপিএল সফর। এর আগে নিজের দলের প্রধান অস্ত্রকে প্রশংসায় ভরিয়ে দিলেন আশিস নেহরা। 

আরও পড়ুন: IPL 2022: MS Dhoni-র কাছ থেকে কোন গুণ রপ্ত করেছেন Faf du Plessis? জানালেন নিজেই

আরও পড়ুন: IPL 2022: Mumbai Indians-এর টিম হোটেলে পা রেখেই কেন চমকে গেলেন Sachin Tendulkar? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.