Ravi Shastri: Orange Cap-এর লড়াইয়ে বাটলারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম জানালেন শাস্ত্রী

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) ব্য়াট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন জস বাটলার (Jos Buttler)। ব্রিটিশ ওপেনার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ৭ ম্য়াচে করে ফেলেছেন ৪৯১ রান। হাঁকিয়েছেন জোড়া সেঞ্চুরি। ক্রোড়পতি লিগে সর্বোচ্চ রান করে বাটলারের মাথায় উঠেছে অরেঞ্জ ক্যাপ (Orange Cap)।

বাটলারের ঠিক পরেই আছেন কেএল রাহুল (KL Rahul)। লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) ক্যাপ্টেন ৮ ম্যাচে করেছেন ৩৬৮ রান। রাহুলের ঝুলিতেও রয়েছে জোড়া শতরান। রাহুলের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী (Ravi Shastri) বলছেন যে, কমলা টুপির লড়াইয়ে বাটলারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাহুলই।

শাস্ত্রী সংবাদ সংস্থা এনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "রাহুল অলরাউন্ড ক্রিকেটার। ওর টেকনিক যেমন ভাল, তেমনই হাতে রয়েছে সবরকম শট। রাহুলের ধৈর্য্য ও উপস্থিত বুদ্ধিও প্রশংসা করার মতো। নতুন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েই নিজের সেরাটা বার করে আনছে। আমি আইপিএল শুরুর আগেই বলেছিলাম যে, কেএল রাহুল অরেঞ্জ ক্যাপ জিতবে। কারণ ওপেনারদের কাছে সেরা সুযোগ থাকে। এখন বলব লড়াইটা হবে বাটলার ও রাহুলের মধ্যে। ওপেনিং ব্যাটার আগুনে ফর্মে থাকলে ফ্র্যাঞ্চাইজি আইপিএলে ভাল করবে। ওপেনাররা শেষে এসে ধ্বংস করবে না। ওপেনাররা ফর্মে থাকলে অর্ধেক কাজ হয়ে যায়।" এখন দেখার শেষ পর্যন্ত কে জেতেন অরেঞ্জ ক্যাপ।

আরও পড়ুন: Ambati Rayudu: এই সিএসকে সুপরাস্টার একদিন ভারত অধিনায়ক হবেন! ভবিষ্যদ্বাণী রায়ডুর

আরও পড়ুনIPL 2022: 'Rashid Khan উইকেটশিকারি নয়!, বিস্ফোরক মন্তব্য করলেন Brian Lara

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

English Title: 
IPL 2022: Ravi Shastri Feels Either KL Rahul Or Jos Buttler Will Win The Orange Cap In The 15th Edition Of The Tournament
News Source: 
Home Title: 

 Ravi Shastri: Orange Cap-এর লড়াইয়ে বাটলারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম জানালেন 

 

 

Ravi Shastri: Orange Cap-এর লড়াইয়ে বাটলারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর নাম জানালেন শাস্ত্রী
Caption: 
রবি শাস্ত্রী মজে কেএল রাহুলে
Yes
Is Blog?: 
No
Section: